নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

আসলে আমাদের বাংলাদেশের ব্লগাররা হত্যা হচ্ছে কেন জানেন ।

০৯ ই আগস্ট, ২০১৫ ভোর ৪:১৩


যেমন কিছু লোক আছে একটি মিথ্যা কথাকে সত্য করার জন্য তাকে কয়েকশ মিথ্যা কথা বলতে হয় । ঠিক আমাদের দেশের অবস্থান সে পর্যায় চলে গেছে । এ দেশে রাজনদের হত্যার বিচার না হতেই সামনে এসে দাড়ায় আরেক শিশুকে বায়ু রাস্তা দিয়ে গ্যাস প্রবেশ করিয়ে হত্যা আর তার কোন বিচার কার্য শুরু না হতেই সে দামাচাপা পরে যায় শুরু হয় নীলয় হত্যা নিয়ে তূমূল তুফান ।
আর এ বিষয়গুলো নিয়ে সরকার বা বিরোধী দলের অধিনায়কদের দায়ত্বের কথা আর কি বলবো । এইতো কালকে এক পত্রিকায় দেখলাম ব্লগার নিলয় হত্যাকে সরকারের রাজনৈতিক চাল বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন । তাও আবার নাকি কালকে দুপুরে জাতীয় প্রেসক্লাবে যুব জাগপার এক আলোচনা সভায় তিনি বক্তব্য দিয়েছেন ।
সে বলেছে নিলয় হত্যার পেছনে একটি ষড়যন্ত্র আছে । আর তা হলো সরকার বিশ্বকে জানাতে চাইছেন বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে । এদের নির্মূল করতে হলে এই সরকারের প্রয়োজন আছে । এটি একটি রাজনৈতিক চাল । ব্লগার নিলয়কে এর অংশ হিসেবেই নাকি হত্যা করা হয়েছে । তিনি আরো বলেছেন কী করে সম্ভব আজ পর্যন্ত এ ধরনের কোনো হত্যাকাণ্ডেরই বিচার হলো না । কারণও উদ্‌ঘাটন হলো না । এর অর্থ সরকারই নাকি এসবের মদদ দিচ্ছেন ।
এরপর হয়ত সরকারি কোন এমপি মন্ত্রী আবার কোন আলোচনা সভায় বলবেন যে এই হত্যা কান্ডটি বিরোধী দল আর জামায়েত ইসলাম মিলে করছেন ।
আর এ ভাবেই এক দল আরেক দলকে দোষ দিয়ে যাবেন কিন্তু আসল দোষি বা অপরাধীকে ধরার চিন্তাভাবনা করবেন না । আর এভাবেই একের পর এক হত্যা কান্ড চলতে থাকবে আসল অপরাধীদের কোনদিন বিচার হবে না ।
এর আগে অভিজিৎ রায় এবং ওয়াশিকুর রহমান ও অনন্ত বিজয় দাস অনেকটা একই কায়দায় হত্যা করা হলো বলুন আজ পযন্ত তাদের হত্যার বিচার হয়েছে । এঁদের সবাই ব্লগ এবং অনলাইন ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন ।
বাহ!রে আমার সোনার বাংলার রুপ । এসব হত্যার বিচার ও সত্যকারের অপরাধীদের খুজে বেরকরে শাস্তি দিতে হলে ।
আগে দেশের বড় বড় কর্তাদের মাথা গুলো এক টেবিলে বসে দলমত নির্বিশেষে ক্ষমতার চিন্তা বাদ দিয়ে দেশের জনগনে কথা ভাবতে হবে এবং ঐক্য জোট ভাবে অপরাধীদের বিরুদ্ধে মাঠে নামতে হবে তাহলে পূর্বের অপরাধীদের ধরতে না পারলেও সামনের দিনগুলিতে এরকম অপরাধ কমে যাওয়ার অনেক বেশি সম্ভবনা আছে ।
এটা আমার একান্ত ব্যাক্তিগত বিশ্বাস বা ভাবনা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৪৯

নতুন বলেছেন: একজনের হত্যা কারীদের ধরা হয়েছিলো। তাদের থেকে তথ্য নিয়ে উপরের কতজনকে ধরা হয়েছে?

সরকারের কি সত্যি এইসব বন্ধকারার ইচ্ছা আছে?

০৯ ই আগস্ট, ২০১৫ দুপুর ১২:০৮

ক্থার্ক্থা বলেছেন: সরকার বলেন আর বিরোধী দল বলেন কারয়ই এইসব বন্ধ করার ইচ্ছা নাই ।
আর একসময় দেখা যাবে এইসব কারনে ভালো লেখক যারা তারাও আর ভয়ে লেখালেখী করবেনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.