![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিপূর্ণ বয়সের যে কোন নারী এবং পুরুষ অনেকের কাছে যে সমস্যাটি অনেক সময় বড়ধরনের সমস্যা হয়ে উঠে তা হলো যৌন দূর্বলতা । যার কারণে অনেক সময় অনেক দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন । আর টা হল পুরুষ এবং মহিলাদের সঙ্গম বা যৌন মিলন । এ সমস্যা গুলি কিছু ভিন্ন রকমের হয়ে থাকে ।
পৃথিবীতে শতকরা ৪৩ভাগ পরিপূর্ণ বয়সের মহিলা কোন না কোন সঙ্গমের সমস্যায় ভোগেন থাকেন । এই সমস্যার কোনটি যৌন উত্তেজনা বোধ না করার কারনে কোনটি আবার যৌন কার্যে আগ্রহ বোধ না করার কারনে অথবা সঙ্গমে ব্যথা অনুভব করা ইত্যাদি উপসর্গ সমন্নয়ে বিন্যস্ত । সাধারণত কিছু কিছু রোগে আক্রান্ত হলে মহিলাদের সঙ্গম এর সমস্যা গুলি দেখা দেয় । এই রোগ গুলি হলো হৃদ রোগ উচ্চ রক্ত চাপ কিংবা হাইপারটেনশন এন্ডোক্রাইন বা হরমোনের সমস্যা যেমনঃ ডায়াবেটিস, হাইপোপ্রলাকটিনোমিয়া ইত্যাদি । নিউরোলজিকাল রোগ যেমনঃ স্ট্রোক, মেরুদন্ডের রজ্জু কিংবা স্পাইনাল কর্ডে আঘাত । বড় কোনো সার্জারি করা বা আঘাত পাওয়া কিডনি রোগ, লিভার রোগ, মানসিক চাপ, বা বিভিন্ন মানসিক ব্যধি এছাড়া কিছু কিছু ঔসুধ সেবনের কারনে এমন সমস্যা দেখা দেয় । এসব সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব জরুরী প্রয়োজন । Behavioral modification এবং কিছু ঔসুধ যেমনঃ হরমোন এবং কিছু কিছু ডিভাইস ব্যবহারের মাধ্যমে এসকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ।
©somewhere in net ltd.