নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্থার্ক্থা

আমি যততুক সময় অবসর থাকি ততটুক সময় নিজেকে মানুষের কাজে ব্যস্ত রাখতে চাই ।

ক্থার্ক্থা › বিস্তারিত পোস্টঃ

এদেশে লেখক হত্যা আর পশু হত্যা এক হয়ে যাচ্ছে

০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৬







দায়বদ্ধত্বা সরকার বা হত্যাকারী নয় এর দায়বদ্ধত্বা সাধারন মানুষগুলো । এসব হত্যা কান্ডের দায়বদ্ধতা আমাদের সাধারণ নিরহ মানুষেরাই মনে হচ্ছে এ হত্যা কান্ডগুলো অন্য কোন খুনিরা করে নাই । তাই এগুলো হত্যার বিচারও মনে হয় হবে না । তাইতো ব্লগার রাজিব হত্যা বিচারের কার্যক্রম আজও শেষ হল না । শেষ হলো না (ব্লগার সাগর-রুনি) হত্যার বিচার । এর পর হত্যা হল সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশ হলো না এরও কোন বিচার । এর পর হত্যা হলেন ব্লগার অনলাইন এক্টিভিস্টওয়াশিকুর রহমান বাবু । এরও কোন বিচার হলো না এ দেশে ।
হত্যা হলেন বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায় তারও কোন বিচার হলোও না । হত্যা হয়েছিলেন হুমায়ন আজাদ স্যার তারও কোন বিচার আজও হয়নি ।
কোন লেখার জবাব চাপাতি দিয়ে হয়না কিন্তু বাংলাদেশে এটা সম্ভব না হলে কেন এসব লেখকদের চাপাতির কোপে জীবন দিতে হবে । তাদের লেখার যুক্তির সঙ্গে যদি কারো মনের না মিলন হয় তবে তার লেখার জবাব লেখা দিয়েই দিতে হয় কিন্ত বাংলাদেশে হয় এর উল্তাটা আর টা হলো কলমের জবাব চাপাতি দিয়ে ।
আর হবেই বা না কেন যে খুন করে সেই খুনিদের দ্বারা লেখাতো আর সম্ভব না তাই তার দ্বারা লেখার জবাব লেখা দিয়েও দেওয়া সম্ভব না তাই সেসব ঘৃর্ণ মতের মানুষেরা লেখার জবাব চাপাতি দিয়ে দেয় । আর এর জন্য অথবা এসব হত্যার জন্য সরকার বা অন্য কাওকে দ্বায় না করে সাধারন নিরহ মানুষদের দ্বায় করলেই ভালো ।কেননা তারা মরবেও আবার মারও খাবে কেও কোন প্রতিবাদ করবে না । সব শেষে নিহত হলেন প্রকাশক ফয়সাল আরেফিন দীপন । কে জানে আরো কতজনকে এভাবে অকালে প্রাণ দিতে হবে । সর্ব শেষ দেশের লেখক হত্যার যে অবস্থা দাড়াচ্ছে তাতে এদেশে লেখক হত্যা আর পশু হত্যা এক হয়ে যাচ্ছে । এর মনে হচ্ছে কোন কূল কিনিরা নাই ।

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:০১

বর্নিল বলেছেন: লেখক হত্যা আর পশু হত্যা আসলেই এক হয়ে গেছে

২| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৮:২২

সৈয়দ জায়েদ আহমদ বলেছেন: খুবই খারাপ লাগে ভাই দেশটা অকালে নষ্ট করতেছে যারা!!
দিক্ষার ঐ পশুদের যারা মানুষ হত্যা করে আসছে একের পর এক!!

৩| ০২ রা নভেম্বর, ২০১৫ সকাল ৯:২৪

ঠ্যঠা মফিজ বলেছেন: হুম বড় কষ্ট লাগে ওই সব লেখক ভাই বোনদের জন্য । আপনার জন্য শুভকামনা থাকল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.