নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কুয়াশায় ভেজা

কুয়াশায় ভেজা

কুয়াশার এক বিন্দু পানি মন কে কতটাই না সতেজ করে তোলে..............।

কুয়াশায় ভেজা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার গাছ

১২ ই মে, ২০১৪ ভোর ৫:১৬



ভাল লাগার যে গাছটিতে আমি অল্প অল্প করে পানি ঢালছিলাম, সে গাছটি যেন আজ শুকোতে বসেছে। অনেক শখ করে চেয়েছিলাম তুমি আর আমি মিলে ছোট্ট এ গাছটিকে আমাডের ভালবাসা দ্বারা অল্প অল্প করে বড় করে তুলব। তা আর মনে হয় হল না। এখন মনে হচ্ছে ছোট্ট গাছটি পানির অভাবে শুকিয়ে যাবে। হয়ত আমাদের ভালবাসার অভাবে মারাই যাবে।



তবে একটা জীবন এভাবে নষ্ট হয়ে যাবে তা তো সহজে হতে দেওয়া সম্ভব না। আমি আবার একা পারবও না গাছটি কে বাঁচিয়ে রাখতে। তবুও অনেক চেষ্টা করব গাছটিকে আমার সর্বস্য ভালবাসা দিয়ে বাঁচিয়ে রাখতে। হয়তবা পারব হয়তবা পারব না।



কারণ জীবন চলার জন্য তো প্রাণের সঞ্চারের প্রয়োজন। আর গাছের প্রাণটি তো তুমি। আর প্রাণ ছাড়া যদি আদও কোন জীবনকে বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে থাকে, তাহলে আমার সকল কিছু বিসর্জন দিয়ে হলেও ছোট্ট গাছটিকে আগলে রাখার চেষ্টা করব।



তবুও বলছি তোমার ভালবাসা ছাড়া, গাছটির মতই যেন আমি শুকনো এক প্রাণ............
:|

/:)/:)/:)/:)/:)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৪ সকাল ৭:০৮

পংবাড়ী বলেছেন: হাহাকার আর কত পড়বো; বাংলা মা, তোমার এ সন্তানদের জন্য কিছু একটা কর, মা দিবসে তোমার কাছে এ মিনতি

২| ১২ ই মে, ২০১৪ দুপুর ২:৫২

কুয়াশায় ভেজা বলেছেন: ঠিক বলছেন ভাই। কিছু একটা করা দরকার।

৩| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:২০

আহসানের ব্লগ বলেছেন: :(

৪| ১২ ই মে, ২০১৪ বিকাল ৩:৩৪

কুয়াশায় ভেজা বলেছেন: বেশি মন খারাপ করে দিলাম নাকি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.