![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারণ একটা মানুষ। পরাশুনা করছি। অনেক চেষ্ঠা করেছি ভালো থাকার জন্য। এখনও করে যাচ্ছি
শুভ রাত্রি। আশা করি সবাই যার যার নিজের অবস্থানে ভাল আছেন। তার পরও যদি কারও মন খারাপ থাকে দোয়া করি যেন মন ভাল হয়ে যায়। প্রতিটি মানুষই কাউকে না কাউকে ভালবাসে। সবার প্রেম টিকে না আবার অনেকের প্রেমই টিকে। ভাল কথা। আমার জীবনের একটি আধ্যায় থেকে কিছুটা আজ আমি শেয়ার করছিঃ আমার খুব কাছের, খুব আপন যে ছিল সে আমার জন্মদিনে সর্ব শেষ ৩টি উপহার দিয়েছিল।তার মধ্যে ২টি ছিল একটি বই ও তার বিয়ের কার্ড। আপনাদের কেমন লাগতো যদি আপনার প্রিয় মানুষটি আপনার জন্মদিনে তার বিয়ের কার্ড উপহার দিতো আর তার বিয়ে যদি আপনার জন্মদিনের আগের দিন হতো? আমার ঘটনাটা ছিল প্রায় আড়াই বছর আগের। তবুও কেন জানিনা আজ এই লেখাটা লিখতে গিয়ে চোখের কোনে কিছু জল এসে দৃষ্টি আবছা করে দিচ্ছে।
©somewhere in net ltd.