নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসম সমীকরণ www.fb/osomosomikoron.net

ফয়সাল সুলতান

আমি সাধারণ একটা মানুষ। পরাশুনা করছি। অনেক চেষ্ঠা করেছি ভালো থাকার জন্য। এখনও করে যাচ্ছি

ফয়সাল সুলতান › বিস্তারিত পোস্টঃ

সিরিয়াসলি কান্না আর থামাতে পারছি না

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২



ক) ভাই আমার মাকে বইলেন,আমাকে মাফকরে দিতে,আমার বাড়ি পিরোজপুর,হুলার হাট। ভাই আমি মারা গেলে লাশ টা বাড়িতে পাঠাইয়েন…

খ) ভাই দরকার হলে আমার পা কেটে বের করেন,তবুও আমাকে বাচান,আমি আরএই যন্ত্রনা সইতে পারিনা।

গ) ভাই আমাকে একটা হাতুড়ে দেন,আমি নিজেকে বের করতে পারব…

ঘ) শ্বাস নিতে পারছিনা,লাশের গন্ধে মারা যাবো,ভাই একটু অক্সিজেন আনতে পারবেন।

চ) ভাই আমাকে এখান থেকে বের করেন,আমার একটা ২ বছরের ছেলে আছে,ওর জন্য আমাকে বাচান,ওরে দুধ খাওয়াতে হবে।

এগুলো রানা প্লাজার ভেতরে আটকা পড়া কিছু অতি সাধারন মানুষের বাচার আকুতি..…

ওরা কোটি টাকা,বাড়ি ও গাড়ি চায় না। শুধু প্রিয়ো মুখ গুলোরকাছে ফিরে যেতে চায়।

আমরা কি আগামীতে এই দৃশ্য বার বার দেখার অপেক্ষায় আছি?

নাকি আমরা পারবো এই ইতিহাস এখানেই থামিয়ে দিতে.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.