নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

অনুপ্রাণন

২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৩

শুধু সভ্য নয় অসভ্য প্রাণের মাঝেও ক্লেদ জমে, এ ডাকে- ও ডাকে এসো ছায়াতলে। কোথাও যাবার তাড়া অনুভব করি না। এই যে আশ্বিনের দিগন্ততন্ময়তার মাঝে জন্ম নিলো শিশু ‘অনুপ্রাণন’ তা’কে পৃথিবীর আলো দেখাতে কেনো ঠিক জানি না, আঙুলের মাঝে অনুভব করি আলতো ছোঁয়া। তাঁর আছে সবুজ মনের হাতকড়া, বাঁধনা পড়ানোর অভিলাষ। বিষাদ পাথরে আর নয় শুয়ে থাকা- বারুদ বালক।চপল বালিকা তুমি বিষণ্ণ অঞ্জনে জড়িও না আঁচলের খুঁট। দেখো গণতান্ত্রিক প্ররোচনায় রেখেছি বনবস্তির আগুন, নাক উঁচু সম্পাদকীয় ভাসিয়ে দিবো নদীর নামতায়। মনে পুষে রাখিনি কোনো ধ্যান-জ্ঞানের অহমিকা, জুটিয়ে নিয়েছি আরো একটা কাজ, খড়কুটো জমা করা। এখন বিশ্বাস করি আমি না পারলেও কেউ না কেউ একদিন ঠিক আগুন জ্বালাবে।



জানো তো, বাতাসে ভেসে যাওয়া শব্দের প্রতিধ্বনি উত্তরের তরঙ্গ হয়ে অনেক সময়ই ফিরে আসে না। তবু থেকে যায় প্রত্যাশা, সাড়া পাওয়ার। চারপাশে এত যে খবর, খবরেরও খবর বাজারে খৈ ফোঁটার মতো বাজিয়ে যাচ্ছে ভালো লাগা, মন্দ লাগা, দর্শন, নৈতিকতা, জিজ্ঞাসা আর সব কিছু ছাপিয়ে একটা সহজ সরল সমীকরণ- বেঁচে থাকা। তার মধ্যে কোথায় যেনো একটা গ্যাপ তৈরি হয়ে আছে যা শুধু মাত্র উপলব্ধির। আমরা হয়তো এই বিজ্ঞানের যুগে থ্রি ডাইমেনশন এর পাঁকে চক্রে পরে নিজেরাও রবোটিক আচরণ করছি। এই অনুল্লেখ্য জীবনের ছন্দময়তাকে ‘অনুপ্রাণন ’ উপজীব্য করবার জন্যে টেকনিক্যাল কচকচানিকে প্রাধান্য না দিয়ে খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু উপহার দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছে। একঘেয়ে জীবনের মাঝে সৌন্দর্যকে শব্দের ঝুমঝুম পায়েলে ঠিক তোমার হৃদয়ে ধুকপুক আলোড়ন তুলে দিয়ে বলতে সাহায্য করাবো- আসলে বেঁচে থাকাটা নেহায়েৎ মন্দ নয়। এসো পত্রিকাটি পড়ি, অন্যকে পড়তে উৎসাহ দেই।



জগতের সকল প্রানী মঙ্গল কামনা করছি।

===============

এবারের সংখ্যায় সদ্য প্রয়াত ইমন জুবায়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে তার লেখা একটি পোষ্ট করা সহ অনেক ব্লগারের প্রবন্ধ, গল্প, কবিতা ছাপা হয়েছে। তন্মধ্যে

সরসিজ আলীম , হাসান মাহবুব , রেজওয়ান তানিম, জুলিয়ান সিদ্দিকী, নিথর শ্রাবণ শিহাব উল্লেখযোগ্য। আপনার সংখ্যাটি পেতে আমাদের সাথেই থাকুন।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

নেক্সাস বলেছেন: অনুপ্রাঁণন কি পাবলিশ হয়েছে? শুভকামনা থাকলো।

তবে জন্মের আতুঁড় ঘরে যেন স্বজনপ্রীতির ব্যাকটেরিয়া না প্রবেশ করে সে শুভ কামনাও থাকলো।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

কুহক' বলেছেন: আগামী কাল বিকেল থেকে লিটল ম্যাগ চত্বরে পাওয়া যাবে।

ধন্যবাদ প্রিয়... আপনার সাথে আলাপ করে ভালো লেগেছে।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৪

সঞ্জয় নিপু বলেছেন: অপেক্ষায় থাকলাম ।

অনেক ধন্যবাদ

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

কুহক' বলেছেন: ধন্যবাদ আপনাকে ও। মঙ্গলময় থাকুন।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

মাক্স বলেছেন: অপেক্ষায় রইলাম।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

কুহক' বলেছেন: কাল বিকেল থেকে লিটল ম্যাগ চত্বরে পাওয়া যাবে। ‘সাম্প্রতিক’ এর স্টলে।

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৯

আরজু পনি বলেছেন:

এই অনুল্লেখ্য জীবনের ছন্দময়তাকে ‘অনুপ্রাণন ’ উপজীব্য করবার জন্যে টেকনিক্যাল কচকচানিকে প্রাধান্য না দিয়ে খুব সাধারণের মাঝে অসাধারণ কিছু উপহার দেবার লক্ষ্য নিয়ে এগিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছে।.........এটাই দরকারী।

ধন্যবাদ শেয়ার করার জন্যে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

কুহক' বলেছেন: ধন্যবাদ আরজুপানি। সদা মঙ্গলময় থাকুন।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

রেজওয়ান তানিম বলেছেন: আশা করছি সকলেই পত্রিকাটির সাথে থাকবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

কুহক' বলেছেন: ধন্যবাদ তানিম।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

চৈতী আহমেদ বলেছেন: স্বপ্ন সাজুক আপন মনে
অনুপ্রাণন জাগুক প্রাণে !

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হাহ:
ভালো বলেছেন। কবি 'তো এমনই বলবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.