![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
ভাবনার অনেক কোলাজ মগজ বোঝাই করে ফেলেছে। প্রহেলিকার এই জীবনে কোনটা রেখে কোনটা ফেলবো বুঝতে পারছি না। মুঠোতে রেখেছিলাম বিষাদী ঝরা পাতার শব্দ, পলাতকা মেঘের বোমাবাজের কাছে তা পাঠিয়ে দিলাম। খুব যত্নে যে ঝর্ণার সুর মুখস্থ করেছিলাম তা আপনাতেই শ্রাবণের আকাশে মেঘ হয়ে গেলো। চারদিক স্তব্ধ করে দিয়ে নির্জন নীরবতায় যে পাখির শিস্ শুনেছিলাম তা পিঁপড়ের সারিবদ্ধতায় শুশুনি পাতায় শামুকের ঘুমিয়ে থাকা। বালিকাবধূ, মোহন্ত স্নিগ্ধতায় সন্ধ্যা কাটানো হলোনা বলে তুমি পুষ্টিহীন দৃষ্টি নোঙরে মাকালচিল। ওগো তোমরা কে কোথায় আছো? শুনছো! আমি তোমাদের যে কোনো শর্তের গর্তে পা ফেলতে রাজি আছি, একবার শুধু মৃত্যুর সাথে বন্ধুত্ব করিয়ে দাও।
‘ক্যামেরাম্যান একদম আনাড়ি’ ’
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৮
কুহক' বলেছেন: ধন্যবাদ প্রিন্স।
চমৎকার থাকুন সারাটি বেলা।
২| ২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৫
প্রোফেসর শঙ্কু বলেছেন: আনাড়ি ছবি সুন্দর!
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৯
কুহক' বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব... ভালো লাগলো আপনার উপস্থিতি।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৮
রাজসোহান বলেছেন: একমুঠো পিনিকভরা মুক্তগদ্য!
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৯
কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হাহ:
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০১৩ রাত ১০:০৯
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন:
ভালো এসেছে!