![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
দাপটের অহংকার চূর্ণ করে সেই কবে চলে গেছে ম্যামথেরা!
তবু এখনও, কেশরে অন্ধকার হেসে উঠলে চেনা লাগে
ধুতরার বাঁশিভাঙ্গা নেশা-ভাং কিংবা অগ্নিকুণ্ডের প্রতিবিম্বে
পতঙ্গের আত্মাহুতিতে স্বপ্নগুলোর অনন্তে জ্বলে ওঠা খাণ্ডব দাহন
স্বাধীনতা তবু তুমি কখনোই আমার হওনি!
আনন্দে থাকুক তোমার নন্দনের কারাভোগ
উনুনের পেটে পেটে জীবাত্মা খুঁজে ফিরুক ঝরনার পোতাশ্রয়
আমি এক না-মানুষ—
ক্রুদ্ধ নমস্কার ছুঁড়ে দিলাম স্রষ্টার কবরে, পারো’তো ঠেকাও
কিংবা চিত্রল গেরিলা হুঙ্কারে জানিয়ে দাও বাঙালির অধিকার!
০৩.০৯.২০১৩। ০২.৩৯। ঢাকা
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
কুহক' বলেছেন: বহু কষ্ট করে অল্প লিখবার চেষ্টা করছি। যদিও তা প্রাণ ভরে তোলে না... তবু।
ধন্যবাদ কাল্পনিক_.....
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার !
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৭
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া। চমৎকার থাকবেন।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ কবিতাটা পড়ার পর আপনার অন্যান্য পোস্টের শিরোনামগুলো দেখে এলাম। আমার মনে পড়ে না আপনি কুহক থেকে কুহক’ হয়েছেন কিনা, বা আপনার অন্য কোনো কবিতা পড়েছি কিনা, কিন্তু আপনার এ কবিতাটা পড়ে আমি আপ্লুত এ কারণে যে কুহক’ নামক আরেকজন কবিকে আজ আমি আবিষ্কার করলাম। আমি মুগ্ধ।
ক্রুদ্ধ নমস্কার ছুঁড়ে দিলাম স্রষ্টার কবরে, পারো’তো ঠেকাও
কিংবা চিত্রল গেরিলা হুঙ্কারে জানিয়ে দাও বাঙালির অধিকার!
শেষ দু লাইনে আমি উত্তেজিত, উদ্বুদ্ধ।
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া। আমি বরাবর কুহক মাহমুদ। আর পাসওয়ার্ড ভুলে যাওয়া খুব পুরাতন রোগ। বাধ্য হয়ে কুহক'.....। ভালো লাগলো জেনে যে আপনি ভিজিট করেছেন। ব্লগিং করবার জন্যে সময় বের করাটা সো টাফ ফর মি।
চমৎকার থাকবেন। (আপনার লেখাগুলো চোখের সামনে পড়ে গেলে সাধারনত মিস করতে চাই না)
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভালা লাগছে
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
কুহক' বলেছেন: হুমমমম... কবি সাহেব! কেমন আছেন বা থাকা হচ্ছে? দেশত আইলে আওয়াজ দিয়েনগো...
৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৮
মাহমুদ০০৭ বলেছেন: খুব বলিষ্ঠ একটা কবিতা , প্রিয়তে নিলাম ।
ভাল থাকবেন ভাই
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৭
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
আপনিও চমৎকার থাকবেন সারাটি বেলা।
৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: এই তো চলে যাচ্ছে। দেশে আসলে অবশ্যই আওয়াজ দিমু। ফুচকা আর চটপটি খাইয়াতে হবে
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
কুহক' বলেছেন: অবশ্যই কেনো নয়... (পিয়াজু, আলুর চপ, ঝালমুড়ি বাদ পরাতে খুশি অইছি).........
৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
বেস সুন্দর কবিতাটি।
ভাললাগা রেখে গেলাম।
+++
১১ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪২
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
চমৎকার থাকবেন।
৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০২
ৎঁৎঁৎঁ বলেছেন: উনুনের পেটে পেটে জীবাত্মা খুঁজে ফিরুক ঝরনার পোতাশ্রয়
চমৎকার কবিতা! আমার অনেক ভালো লাগলো!
শুভকামনা!
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২২
কুহক' বলেছেন: ধন্যবাদ জানবেন ‘ ৎঁৎঁৎঁ ’.....অদ্ভুত নাম!
৯| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
স্বাধীনতা তবু তুমি কখনোই আমার হওনি!
ক্রুদ্ধ নমস্কার ছুঁড়ে দিলাম স্রষ্টার কবরে, পারো’তো ঠেকাও
দারূন এবং দূর্দান্ত...
০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
কুহক' বলেছেন: ধন্যবাদ স্বপ্নচারী গ্রানমা। সতত শুভ কামনা জানবেন।
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অল্পতেই থেমে গেল?? আরো হলে ভালোই লাগত।!!