নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাস

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

মৃগনাভির অবাক সৌরভ নিয়ে মঙ্গা তুমি এসো না

দৃষ্টির অগোচরে শৃঙ্গার পুড়িয়ে স্বয়ম্বরা হয়ে উঠছি

তেড়ে আসতে চাইলে, চলে এসো প্রাণের ওপর বৈরী বাতাস;

থোরাই পরোয়া করি!

ফুঁ দিয়েই নেভাবো ক্ষুধার আগুনে জ্বালানো রাবণের চিতা

তবু কোনো আপোষ নয় নীতি-আদর্শ-প্রীতির তরে!

কখনোই ভুলে যেও না—

সাগর ফিরে যেতে চাইতে পারে কল্লোল কলরবে উৎসের মোহনায়

প্রত্যুষ পৃথিবীর গভীর স্বপ্নে প্রতিফলিত হতে পারে ভবিষ্যতের মুখ

একটা বীরগাঁথা হতেই পারে স্বাবলম্বী জাতির লক্ষ্য।



সোনালী সময়! তোমাকে আসতেই হবে বাংলার ঘরে ঘরে

আমি এক না-মানুষ, দেখে যেতে চাই না

চোখের সামনে দিয়ে উড়ে যাওয়া পৃথিবীর প্রান্ত!



হিংসুক একাকী ঈশ্বরের মতোই একা আমি— বাঙালি

প্রয়োজনে জাগিয়ে দিবো ষোল কোটি রাইফেল, গোলা-গুলি

—যে শব্দে বলতাম ভালোবাসি!



২৬.০৮.২০১৩। ১০.৫৯। ঢাকা

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:১০

স্নিগ্ধ শোভন বলেছেন: ১ম ভাললাগা।

+++

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৮

কুহক' বলেছেন: প্রথম শুভেচ্ছা।

সতত শুভ কামনা। :)

২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৬

আরজু পনি বলেছেন:

বলার ধরণ এবং মেসেজটা খুব ভালো লাগলো ।।

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮

কুহক' বলেছেন: ধন্যবাদ আপনাকে.... মঙ্গলময় থাকুন।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: হিংসুক একাকী ঈশ্বরের মতোই একা আমি— বাঙালি
প্রয়োজনে জাগিয়ে দিবো ষোল কোটি রাইফেল, গোলা-গুলি
—যে শব্দে বলতাম ভালোবাসি!

সুন্দর

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০০

কুহক' বলেছেন: ধইন্যাপাতা কবি সাব। বালা থাইক্কেন গো।

৪| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৬

ইমরাজ কবির মুন বলেছেন:
বেশ চমৎকার ||

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩

কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৪

স্বপ্নবাজ অভি বলেছেন: সুগভীর !
চমৎকার !

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১০

কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া... চমৎকার থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.