![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
বর্ণের উল্লাস থেকে আমায় ছুটি দাও
গ্রীষ্ম তুমি উঠোনে আমার, কাচের সূর্যমুখী হয়ো না
তন্দ্রাপুষ্পের গহনে ঘুম দাও
না না, ভালোবাসা নয়; আদর নয়
মৃত্তিকার বুকে শীতলপাটি বাতাস মানবী হয়ে রও
সমতল সারসেরা হৃদয়ের জলবায়ু পরিবর্তন করে দিলে
দূরবর্তী ব্যালকনিতে দাঁড়ানো মেয়েটির ঘুঙুর হবো
‘আবেদ’ তোমার হয়তো মনে নেই—
নূপুরও এক সময় শ্লোগান দিতো ‘বিপ্লব দীর্ঘজীবী হোক’
ফুটপাথে পালিশে পালিশ করা একদলা থুতুও ছিলো
ভণ্ডামির চূড়ান্ত ছিলো ক্যামেরার ফ্রেমে কাঁচুলির আকার
হবে নাইবা কেনো?
হুকুম ছিলো বা আছে, স্বামী চাইলেই ভেট হতে হবে!
কি অদ্ভুত শ্লোকের জলসা।
জনান্তিকে পূরবীর প্রেমচূর্ণগুলো সাধুর বেতে চটাং হয় না
তাই হয়তো মিতকথনের দীক্ষা নেয়া হবে না
লাল হওয়া মাঠের কিনারায় পুড়ে যাক মরিচের ঝাল
অরণ্যপটে থাকুক বসন্তের হার্দ্য সম্মোহন
সময় এখন চুম্বনের গন্ধে উত্তেজিত যুবকগুলোর যুদ্ধে যাবার
বর্ণের উল্লাস, আমায় একটা শ্লোগান দাও কিংবা ঘুম
গল্পের মুখরা হুমড়ি খেয়ে বেহালায় সুর তুলেছে মল্লার রাগ
এখানে নীতিহীন মানুষের স্যুপ পাওয়া যায়!
১৪.০৫.২০১৩। ০২.৪২। ঢাকা
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৩
কুহক' বলেছেন: কয়েক বার? ধৈর্য্য আছে বলতেই হবে।
শুভেচ্ছা জানবেন।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৬
নষ্ট কাক বলেছেন: জিনিসটা পছন্দ হইছে ।
ভালো লাগা দিলাম +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৫
কুহক' বলেছেন: জিনিসটা...
+++ এর জন্যে ধাইন্যাপাতা
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
ইমরাজ কবির মুন বলেছেন:
অনবদ্য।
এখানে নীতিহীন মানুষের স্যুপ পাওয়া যায়! - বাহ ||
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
কুহক' বলেছেন: ধন্যবাদ.... ভাইয়া।
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সত্যি চমৎকার লাগলো।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
কুহক' বলেছেন: ধন্যবাদ সজীব ভাইয়া।
চমৎকার থাকুন সারাটি বেলা।
৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
টুম্পা মনি বলেছেন: অসাধারণ কুহক পাখি। খুবই ভালো লাগল।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
কুহক' বলেছেন: আরে... আপনার কত্তগুলো নাম? ভালো লাগলো আপনাকে দেখে।
শুভেচ্ছা জানবেন। ....
৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার লিখেছেন !
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া.... শুভেচ্ছা জানবেন।
৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
এখানে নীতিহীন মানুষের স্যুপ পাওয়া যায়!
লাইনটা পছন্দ হয়েছে।
কবিতাটা সুন্দর!!
৩য় ভাললাগা রেখে গেলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কুহক' বলেছেন: ধন্যবাদ শোভন ভাইয়া। জেনে ভালো লাগলো আপনার ভালো লাগায় যুক্ত হতে পেরেছি.......
৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৫
ডি মুন বলেছেন: বাহ , সুন্দর
শেষটা একটা ধাক্কা দিয়ে গেল।
শুভকামনা রইলো
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
কুহক' বলেছেন: ধন্যবাদ... যদিও আপনি (যা দেখতে পাচ্ছি প্রো-পিকে) ধাক্কাইয়া দেওয়ালটা হিলাইতে পারছেন না.....
চমৎকার থাকবেন দাদাভাই।....
৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৪২
মাসুম আহমদ ১৪ বলেছেন: ইদানিং আপনার কবিতা রেগুলার পড়া হচ্ছে
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
কুহক' বলেছেন: হুমমম... একসময় আপনাকে দেখে অনেক শিখেছি। এখন প্রয়োগ করবার চেষ্টা কর্তাসি.....
নিশ্চই ভুলে যান নি.....
স্বীকার কার্তে আমার লজ্জা নেই। সত্যি অনেক শিখেছি।
ভালো থাকবেন কবি।
১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
মুনসীমাহফুজ বলেছেন: কবিতার প্রতি আগ্রহ নাই, তবে ছবিটা দেখার মত
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হাহ: জটিল কইছেন ভাই।
কবিতা ছাড়া আমি আর কিছু বুঝি না। শখের বশে টুকটাক ক্লিকাই।
১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৩
চৈতী আহমেদ বলেছেন: ভালো লাগা রইলো কবিতায়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৫
কুহক' বলেছেন:
ডেন্টিস্টের ফি বিকাশ কর্তে পারবু না।....
১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮
রেজওয়ান তানিম বলেছেন: কি কি খাইছেন ও্ইদিন তাই কন ?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
কুহক' বলেছেন: ব্ল্যাক কফি, চিকেন নাগেট, ভেজিটেবল পাকোড়া বা বড়া এই রকম কিছুই হবে।
পিউ আপনার পাওনাটা খাইয়ে দিবে।....
©somewhere in net ltd.
১|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৪
রাতুল_শাহ বলেছেন: কয়েকবার পড়লাম। পড়তে ভাল লাগলো।