![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
দেয়ালে দ্রষ্টব্য দেখে থমকে দাঁড়ালো চিত্রার্পিত হরিণ
সে এক মায়া
‘এখানে নারীদের প্রবেশ নিষেধ’
সূর্য তার সৌন্দর্য পুড়িয়ে খোদাই করছে লিপিচিত্র
এভারেস্ট এখানে দেয়াল
প্রাচীন মৃত্তিকার পিঙ্গলতাকেও হার মানিয়েছে পাথর
সমতল পেলেই দাঁড়িয়ে ঘুমচ্ছে মেরুর শীত
শান দেয়া হচ্ছে শিঙের হাতিয়ার
আগুনের ফুলকি নয়, ছড়িয়ে যাচ্ছে কেশজল
এ সবই আমার, এক না-মানুষের
শোণিতের, ভুল ভয়ের; বিশৃঙ্খল যৌনতার
জীবন এখানে পৌত্তলিক রক্তে শিবলিঙ্গ মূর্তির
পশুছালে মুদ্রিত করে দেয়া হচ্ছে দেহ
পালকে বা পশমে
এখানে পাপ নেই
আমা বিনে ঈশ্বর নেই, পুণ্য নেই!
পাখি তুমি স্বেচ্ছা শিকলে বন্দী হয়ো না
বলো না আবার, ‘আমায় একটা ট্রেন কিন্যা দিবা?’
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২
কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
শুভেচ্ছা জানবেন।...
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬
লিঙ্কনহুসাইন বলেছেন: কুহক এর কবিতা ভালা পাই ।খুবই সুন্দর হইছে
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
কুহক' বলেছেন: হাহ হাহ হাহ... আপনি একনও এইখানে আছেন? আমিতো মুন করছিলাম নাইক্ক্যা....
শুভেচ্ছা সুপ্রিয়.......
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কি নারায়ণগঞ্জ থাকেন ?
কবিতা ভালো লাগল।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
কুহক' বলেছেন: না তো ভাইয়া.... চলাচলের পথে প্রায়শই ট্রেনটা চোখের সামনে পড়ে। আর ক্লিকানো একটা পুরানো স্বভাব।....
শুভেচ্ছা জানবেন।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
লিঙ্কনহুসাইন বলেছেন: দুই তিন বছর আগে সোনা ব্লগে থাকতে শুনেছিলাম আপনি অনেক অসুস্থ !! বাচেন কিনা সন্দেহ এবং ইন্ডিয়াতেও গিয়েছিলেন চিকিৎসা করাতে ।
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
কুহক' বলেছেন: হুমম... সবই ঠিকাছে। ভগবানের সময় হচ্ছে না। আমিতো টিকিট পকেটে নিয়েই ঘুরছি।....
দ্যা অল ফেইলড টু ট্রিট মি।.... তাই আমিও জীবনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছি।... জীবন একটাই... পরজন্মে বিশ্বাস নেই তাই এনজয় করছি।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪২
নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬
কুহক' বলেছেন: ধন্যবাদ মজুমদার ভাই।
চমৎকার থাকবেন সারাটিবেলা।....
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: শেষের দিকটা একদম ওয়াও হইছে!
এখানে পাপ নেই
আমা বিনে ঈশ্বর নেই, পুণ্য নেই!
পাখি তুমি স্বেচ্ছা শিকলে বন্দী হয়ো না
বলো না আবার, ‘আমায় একটা ট্রেন কিন্যা দিবা?
দারুণ!
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
কুহক' বলেছেন: পরাণডা ছলকাইয়া উঠছিলো... মেও কইলেন না ওয়াও কইলেন। তাইতে চশমা খুইল্ল্যা মুইচ্ছ্যা আবোর দেখলাম।...
শুভেচ্ছা কবি।
©somewhere in net ltd.
১|
১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
তারেক হিমু বলেছেন:
ভালো লিখছেন।