নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

বিভ্রম

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭



দৈবাৎ ভাতঘুম বিস্মৃতির দিনকে টেনে আনলে

কলমের খোঁচায় আটকে দিতে পারি অপরাহ্ণের গোধূলি

পিতার করোটিতে মদপান বাড়িয়ে দিতে পারি,

তাই দেখে মহল্লার বিভ্রান্ত নেকড়ে দলের শাদা নেতা

উলু দেয়া সন্ধ্যার আফসোস করে—

কান্নার ভ্যালুম বাড়িয়ে দেয় শরীর ঘেঁষা বাতাসের মন্দিরায়।



নির্লজ্জ, বেহায়া, অকর্মার ধারি আমি

জীবন থেকে পালানোর চেষ্টায় উন্মাদ ভাল্লুক

অস্তিত্বের পাতালে আয়োজন করে যাচ্ছি মশাল মিছিলের

সময় এখন যুদ্ধে যাবার কিংবা ভালোবাসার।



অনুভূতিরা জানে আমি আমার মাঝে নই নিহিত!

দেখো হৈম, আমার মেঘের আকাশে যে চিলটি উড়ে যাচ্ছে

তার কোনো ঠিকানা নোট খাতায় লিখে রাখিনি!

তাই হয়তো লেপের ওমে হু হু কেঁদে যাচ্ছে

—একটা উষ্ণ কবুতর।

চেতনার চারপাশে ছড়িয়ে যাচ্ছে ভেজা চুলে বিষের নীল

ন্যূনতম যোগ্যতা নেই বলে হাড়ের কাঠামোতে ক্রোধ কাঁপে

বিচূর্ণ হাড় থেকে কিউপিডের পাখায় পাখসাট ওড়ে

ক্যালেন্ডারের পাতায় পাতায় ঝুলে থাকেন বোবা ঈশ্বর!

দৈবাৎ রাত টেনে আনলে স্বপ্নের অশান্ত ঈশান

নির্জন নীরবতায় কান পেতে শুনি

ব্যাঙ ডাকা গৃহস্থ পুকুরে শুশুনি’রা করছে এ্যামিবার হাহাকার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২১

ধরো মারো কাটো বলেছেন: ভালো কবিতা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

কুহক' বলেছেন: ধন্যবাদ... ধরো মারো কাটো...!

শুভেচ্ছা জানবেন।

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!
ভাললাগা রেখে গেলাম।
+++

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৭

কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া।

৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৯

কুহক' বলেছেন: ধন্যবাদ জানবেন ভাইয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.