নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

ঈশ্বরও একটি কুহক

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৫

এই যে লজ্জবতী শুনছেন?

এইখানে একটা গঙ্গাফড়িং ছিলো জারুলের বনে

দেখেছেন?

কেউ তার খুব কাছে গেলে পাতার আড়াল নিতো

উড়ালেই চলে যেতো দূরের তারায় তারায়

যেখানে ইতিহাসের পাতায় লেখা হতো ধর্মবকের প্রণয়

কিংবা ঘুমিয়ে যেতো জিসাসের আত্মায়!



এই যে লজ্জাবতী শুনছো?

আমাদের রক্তের প্রভু নগ্নদেহে উলঙ্গ ও উন্মাদ

কতটা বিশ্বাস করো?

এখানে পাপ নেই, নেই পূণ্য

পাপীর পরাণ ফাটিয়ে দিতে পারে ইস্রাফিলের বাঁশি

কিংবা পূণ্যের প্রভু আমাদের গোধূলি মেদুর রূপকথা!



এ্যাই লজ্জাবতী শুনছিস?

ঊর্মীলা পাহাড়ের চূড়া থেকে একটা প্রজাপতি ধরেছি

শ্রাবণরাতের রিমঝিম বৃষ্টি-নদীর খাচায় বন্দী করেছি

সে এক আঁকাবাঁকা খরস্রোতা নদী, খুব সহজেই সবুজ বনের

আলপথ ধরে আকাশের নীলে মিলিয়ে যেতে চায়

প্রজাপতি, তোর প্রেমিক তুলসী তলার ভগবান

কিংবা নৈরাত্মমণির ভেটে তোর দেবতা সংহতি নেই!



আমার ঈশ্বর মানুষের মাঝে বেঁচে থাকা মানুষ

ধীরে বেড়ে ওঠা শয়তানের বিপরীতে ত্রিশূল

না না, তাই বলে বাবাকে নয়

বাবার যে একটি উজ্জ্বল রঙমহল আছে! সেথায়

নিঃসন্তান মা আমার, সপাং চাবুকে নেচে ওঠা বাইজী!



অনাদি রাতের ঘরে বন্দী আমি—

চাঁদের দৃষ্টিতে সীমানা মেপে চলা ট্যাবু

দিন আমার সূর্যের থালাতে জীবনের মিতালি

দর্পণ বিচূর্ণ করা ম্যামথের হোম, গভীর চুমু!







২০.০৯.২০১৩। ১৩.০৪। ঢাকা

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫

এম মশিউর বলেছেন: লজ্জাবতী লজ্জা পেয়েছে! তবে কবিতাটা জোশ হয়েছে! ;)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩

কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হাহ... যার যা ধর্ম।

‘খুলির বৃত্তে জলঘড়ি ঘোরে
জন্ম থেকে জন্মান্তরে’..... শুভেচ্ছা জানবেন।

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৩

তারছেড়া লিমন বলেছেন: অনেক সুন্দর হয়েছে ........কবিতায়++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

কুহক' বলেছেন: ধন্যবাদ.... শুভেচ্ছা জানবেন।

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:

সুন্দর!!!

+++

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

কুহক' বলেছেন: ধন্যবাদ ভাইয়া... চমৎকার থাকবেন সারাটি বেলা।

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কুহক ভাই, কেমন আছেন? একদিন ইচ্ছে করে আপনার সাথে গল্প করি। হয়ে উঠে না। দেখি আসবো (মারজুকের ভাষায়, সময় ফাক করতে পারলে, হাঃ হাঃ হাঃ)। কবিতাটার সুর বারবার পরিবর্তন হয়েছে। প্রথম থেকে দ্বিতীয় স্তবকে সুর পরিবর্তন করেছে। তৃত্বীয় স্তবকে এসে প্রথম সুর এলেও চতুর্থ স্তবকে এসে আবার অন্য সুর। শেষ স্তবক যেন আবার সব সমন্বয়ের দায়িত্ব নিচ্ছে।

আচ্ছা আমার এমন মনে হলো কেনো? আমি কি ভুল বুঝছি?

পাঠে আনন্দ পেয়েছি। ভালো থাকবেন। সব সময়।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

কুহক' বলেছেন: হাহ হাহ হাহ হা: আমার সাথে গল্প করে সুখ নেই। রস-কষহীন এক জড় পদার্থ আমি। না হাসাতে পারি পেটে খিল লাগিয়ে না হাসতে পারি আকর্ণ বিস্তৃত হাসি।

সে যাই হোক আপনি ভুল বোঝেন নি কবিতা নিয়ে। প্যাটার্ণটা বয়সের।

আপনিও ভালো থাকবেন। হয়তো দেখা হয়ে যাবে পথে ঘাটে...

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৩

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার কবিতা! অনেক ভাল লাগা রইলো!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২

কুহক' বলেছেন: খুব ইচ্ছে হয় আপনার নামের মর্মার্থ জানি.... হয়ে যাবে হয়তো কোনো একদিন।

ভালো থাকুন নিরন্তর।

৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১

অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার লিখেছেন। অনেক নরম-কোমল-পেলব একটি কবিতা। পড়ে ভাল লাগল।

ভাল থাকবেন।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৫

কুহক' বলেছেন: ড্রিম? অলওয়েজ ড্রিম! বাহ্....
স্বপ্ন বাস্তবতায় চমৎকার থাকুন। শুভেচ্ছা জানবেন।

৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৯

মাসুম আহমদ ১৪ বলেছেন: দারুণ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৫

কুহক' বলেছেন: সত্য কইছেন তো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.