নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

রক্তের বাঁধনই সম্পর্ক নয়

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩



জনারণ্যের কোলাহল থেকে নিজেকে সহজেই আলাদা করা যায়

কিংবা অনেক মানুষের ভিড়ে না-মানুষ হওয়া যায়—

যে আমায় তা শিখিয়েছে, সে আমার কেউ নয়

তার আত্মজটি আমার খুব ভালো বন্ধু

বিপরীত সম্পর্ক হলে কবেই হয়ে যেতো মালাবদল!

সাধারণ দৃষ্টিতে যা হয়তো কিছুই নয়

তবে আমি তার শৈল্পিক মৌনতার পূজারী। এখন আমি দেখছি—

পূর্বপুরুষেরাও দেখেছিল রঙহীন, পুষ্টিহীন; ভালোবাসাহীনতার

মাঝে কি অপূর্ব ভাবেই না বেঁচে থাকা যায়! আমি তার

মনের পঠন দূরে থাক চোখের ভাষাটাও পড়তে পারছি না।

বড্ড অবেলার নির্বাকতায়, নিঃসীম সৌন্দর্যের নীরবতায়

আমি কোনো ভাবেই বন্ধুটির মনের ভূগোল হয়ে উঠছি না!

বিস্ময়াভিভূত নমস্য নিয়তির বন্ধুটি তাগাদা দিচ্ছে

এখনই নামবে বৃষ্টি, দ্রুত বাড়ি পৌঁছে যাও; মা অপেক্ষা করছে!



২২.০৯.২০১৩। ১২.১১। ঢাকা

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৬

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

কুহক' বলেছেন: আপনাকে দেখে ভালো লাগলো।

শুভেচ্ছা প্রিয়।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
নাইস/

+++++

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৬

কুহক' বলেছেন: :D :D :D

শুভেচ্ছা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.