![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
প্রত্ন-প্রজাতির কঙ্কালে কঙ্কালে হাড়ের ওঙ্কার
সর্বনাশা নৈরাজ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে
ছায়া-প্রেতিনী ডুগডুগিতে বাজায় নষ্ট দ্রাঘিমার গলি-উপগলি
মেধা তুমি কি জানো, মানুষ কোথায়?
ঈশ্বরের ব্যাকরণ কে কোথায় কতটুকু বুঝেছে?
কিংবা কতটুকু জানো
চাঁদের কলঙ্কপ্রভায় আছে জন্মদাগের বিন্দু
বিন্দুটি শুক্রানু—
যা বোঝে গর্ভের যন্ত্রণায় রমণমথিত কুমারী!
তারাও ছিলো আমার মা, বোন বা স্ত্রী
ভুলেছো কি তাদের নাম বা সংখ্যা— কমবেশী দুইলাখ।
সুশীল মমি তোমরা খেতেই পারো সভ্যতার উলুধ্বনি
আমি এক না-মানুষ, বলতেই পারি
শশী ডাক্তার! তোমার মনে নাই সূর্যের কুসুম!
২০.০৯.২০১৩│১১.২১│ঢাকা
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯
কুহক' বলেছেন: রেসিপিটা পাঠায়েন তো টেষ্ট করে দেখতে চাই।
শুভেচ্ছা রয়'।
২| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫৯
এম এ কাশেম বলেছেন: বিন্দুটি শুক্রানু—
যা বোঝে গর্ভের যন্ত্রণায় রমণমথিত কুমারী
চমৎকার কবি,
অনেক ভাল লাগা আর শুভ কামনা।
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪০
কুহক' বলেছেন: ধন্যবাদ কাশেম ভাই।
৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭
মামুন রশিদ বলেছেন: মেধা তুমি কি জানো, মানুষ কোথায়?
দুর্দান্ত! ++
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
কুহক' বলেছেন: ....মানুষ খুঁজে পাচ্ছি না রে ভাই। পাইলে আওয়াজ দিয়েন। পায়ের ধুলো নিতে যাবো।
শুভেচ্ছা জানবেন।
৪| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কবিতা কুহক ভাই। ভাল লাগলো ।
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৩
কুহক' বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই... আজকে আশা করছি দেখা হবে। কাছাকাছি অবস্থান করছি।.... শুভেচ্ছা জানবেন।
৫| ২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দূর্দান্ত! কুহক ভাই! মুগ্ধপাঠ!
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৬
কুহক' বলেছেন: আপনার হাঁটার দূর্মর গতি দেখে ডাকতেই ভয় পেয়ে গিয়েছিলাম। দেখা হবে আশা করছি।
শুভেচ্ছা রইলো।
৬| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৯
বোধহীন স্বপ্ন বলেছেন: প্রত্ন-প্রজাতির কঙ্কালে কঙ্কালে হাড়ের ওঙ্কার
সর্বনাশা নৈরাজ্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে
ছায়া-প্রেতিনী ডুগডুগিতে বাজায় নষ্ট দ্রাঘিমার গলি-উপগলি
এই লাইনগুলো পড়ে মনে হচ্ছিল গান শুনছি...
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৭
কুহক' বলেছেন: ধন্যবাদ... কখনও লিরিক লিখবো এই প্রত্যাশা রাখি না। চেষ্টা করে দেখবো আসলেই লিখতে পারি কি না.....
শুভেচ্ছা জানবেন।
৭| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ!!
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫০
কুহক' বলেছেন: ধইন্যাযোগ... কালকে মুন কইরা বাজার থিক্ক্যা কিন্নেন না কইলাম। আজকে দেখা হলে নগদ দিয়ে দিবো।..
শুভেচ্ছা
৮| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: অসাধারণ!!
৯| ২৮ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৫
ইসতিয়াক অয়ন বলেছেন: //শশী ডাক্তার! তোমার মনে নাই সূর্যের কুসুম!//
শেষ লাইনটা পড়ে একেবারে মুগ্ধ ! দারূন !!
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫২
কুহক' বলেছেন: আহা... শশী ডাক্তার বেঁচে থাকলে জানিয়ে দিতে পারতাম...
ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
১০| ২৮ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬
উদাস কিশোর বলেছেন: চাঁদের কলঙ্কপ্রভায় আছে জন্মদাগের বিন্দু
বিন্দুটি শুক্রানু—
যা বোঝে গর্ভের যন্ত্রণায় রমণমথিত কুমারী!
.
অসাধারন
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৫
কুহক' বলেছেন: ধন্যবাদ উদাস কিশোর ভাইয়া।
চমৎকার থাকবেন।
১১| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কবি সাব
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৬
কুহক' বলেছেন: হাহ হাহ হাহ: সাধু সাব যে... আছেন কিরাম? কাইম-কাইজতো শেষ মুনলয়... দেখা হবে... হয়তো তিন পাগলের মেলা হবে....
১২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১৫
তারছেড়া লিমন বলেছেন: কুহক ভাই ছবি আর কবি ............আপনার কাছে দুইটার লোভে বারবার আসি................ভাললাগা সহ...++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:১০
কুহক' বলেছেন: বুচ্ছি ওয়েল্ডিং মেশিন নিয়ে ঘুরতে হবে.... ‘ছবি আর কবি’রে ঝালা দিলে কিরাম অয় দেখতে মুঞ্চাইতাসে....
অসংখ্য ধন্যবাদ।
১৩| ৩১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: শব্দের অভিনব কিছু ব্যবহার দেখলাম। এক কথায় চমৎকার।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৭
কুহক' বলেছেন: ধন্যবাদ প্রফেসর সাহেব। কাজ নেইতো খই ভাজার চাইতে শব্দ নিয়ে খেলা করতে আমার বেশ লাগে।
সময় কাটে না; কাটানোর অপচেষ্টা বলাটাও অত্যুক্তি হবে না।
বরাবর শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
অরুদ্ধ সকাল বলেছেন:
মমি খেতে পারি___
অনেক শব্দময়!
ধন্যবাদ কবি কুহক