![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
রাত দুপুরে মন খারাপের খা-খা সময়টাতে
বালখিল্য খেলাতে হেরে যাচ্ছি তুমুল!
আত্মা ছেড়ে যাচ্ছে আশ্চর্য সমাপতন,
শিয়রের গবেষণা ভ্রূণ। টইটুম্বুর রঙ
কুচি কুচি নিঃস্বতায় রেখে যাচ্ছে দরিদ্র জীবন
মাকড় জাল, ঘাম গন্ধের ক্রিয়া-অব্যয়
রাফখাতার উপর নতুন তথ্য-উপাত্তের ফাই!
গণিতশাস্ত্র আঁকতে শিখুক ইউরেনিয়ামের ঘনত্বে
লালসার রঙ। লালায় মেশানো কৌশলী ক্যানভাসে
কি করে জ্বলে ওঠে স্ফুলিঙে স্পার্টাকাস!
সুচিত্রা, ঘুম পাচ্ছে খুব
মার্চপাস্টের মহড়ায় মানবতা এলে, ডেকে দিও।
আমি যুদ্ধে যাবো—
সংসদে বৈধতা পেলে ধ্বংস ও নৈরাজ্যের ছায়ানট
লগারিদ্মের অপভ্রংশে নেচে ওঠাবো সুর-ঝুমুরে লালকুঠি
নাচতে শেখাবো অনাগত প্রতিটি শিশুর আত্ম-চিৎকার!
বয়:সন্ধিকালে তোমার ফ্রকের পরিধি চষে
পুরোটাই গিলে ফেলিনি মৌলিক অধিকার—
প্রতিজ্ঞা সুতোয় কাঁধে বাঁধা আছে চলমান বীজের ব্যাগ
৩১.০১.২০১৪│০৩.২৩│ধানমণ্ডি
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৮
কুহক' বলেছেন:
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৬
সুমন কর বলেছেন: বেশ কঠিন কঠিন !!! তবে ভাল লাগল...
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৯
কুহক' বলেছেন: :
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: তুমুল হেরে যাওয়া ইউ টার্ণ নিক কুহক ভাই।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১
কুহক' বলেছেন: হুম, ইউ টার্ণ নিতে ইচ্ছে করে কিন্তু মানুষ ডেকে ফেরা মানুষটি বোধহয় হারিয়ে গিয়েছে মহাশূন্যে......
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪
কান্ডারি অথর্ব বলেছেন:
শুরু হোক নতুন দিনের, অন্ধকার দূর হয়ে যাক।
০৯ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১
কুহক' বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:২৪
মামুন রশিদ বলেছেন: ভাবিয়ে দিলো ।