![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
ভেবেছি স্নান শেষে আহ্নিকের আগেই পৈতেটা রোদে শুকিয়ে নিবো কিন্তু আঙুলের ভাজ গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে খুনসুটিগুলো সুতরাং সম্পর্ক ক্রমহ্রাসমান মানুষের ভিড়, কৌশল না জানা কুসিকাঁটার হাতে বুনতে চাওয়া মাকড়ের জাল; বায়বীয় মাফলার।
আমি না-মানুষ নিস্তব্ধ নির্জন নীরবতায় স্মৃতির ঝোলা কাঁধে ঝুলিয়ে চৈত্রের খাঁ-খাঁ শূন্যতার প্রহর, লোকায়ত পূর্বজরায় ঢুলু-ঢুলু জলজমিনের ভেজা অপরাহ্ণের নিদাঘ তাপ কাটানো তালগোলা গোধূলির প্রস্থানে জ্বালানো পূর্ণিমা; দরিদ্র এক—হতদরিদ্র ভালোবাসা!
০৮.০৪.২০১৪│১১.৫৪│ ধানমণ্ডি
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৭
কুহক' বলেছেন: হবে হয়তো। যথার্থ উত্তর দিয়েছেন। শুভেচ্ছা জানবেন।
২| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ১০:৩১
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১০
কুহক' বলেছেন:
৩| ১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:০৯
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাল লাগল
১৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১১
কুহক' বলেছেন: ধন্যবাদ সুপ্রিয়... শুভ নববর্ষ।
৪| ১৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
৫| ২৪ শে মে, ২০১৪ রাত ১২:৩৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সামহোয়্যারইন ব্লগের ‘কবিব্লগারদের স্ব-নির্বাচিত শ্রেষ্ঠ কবিতা’ নামে একটা সংকলন পোস্ট তৈরি করছি। আপনার অংশগ্রহণ এ পোস্টকে মূল্যবান করে তুলবে।
ফেইসবুকে এ ব্যাপারে বিস্তারিত বর্ণনা দেয়া আছে।
শুভেচ্ছা।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:০৪
মামুন রশিদ বলেছেন: দুপুর রোদের ঝিম ধরা আর গোধুলির পূর্ণিমায় মিটিমটি জ্বলা ভালোবাসা- তবু ভালোবাসা ছেড়ে যায়নি আপন ভূবন ।