নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

দেউলিয়া

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৩

ভাতের হাঁড়ি উল্টে দিয়ে উপোষী রাত পুড়ে গেলো

পুড়ে গেলো চোখের আঁচে কান্নার কিছু স্বপ্ন!



তড়পানো আঁধার জানে কতটা জ্বলেছে মোমবাতি

বাতিটি হাড় জিরজিরে লাঙ্গলের নিচে থাকা কঙ্কাল

অবয়বটি হাঁফ ওঠা ধু ধু রোদ্দুরে শরীর ধুয়ে ফেলা

স্নানটি শেষ পর্যন্ত বাদার পথ ছেড়ে উঠে আসা ঢেউ

স্বপ্নগুলো ছেঁড়া কাঁথায় বিনিদ্র রাত, নদীর বুকে পলি

চরটি শেষ গাজনের দণ্ডি কাটা পুরুষ্টু ধানী বউ।



শব্দের ঘোমটা টানা প্রেমিক আমি, এক না-মানুষ

পুরুষ বটে; সর্বস্ব উজাড় করা ভালোবাসার দরিদ্র পুরুষ!



০৩.০৭.২০১৪│১১.২৮│ ধানমণ্ডি

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:০৫

হরিণা-১৯৭১ বলেছেন: ভালো, আবেগ ও গতি আছে!

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১২

কুহক' বলেছেন: ধন্যবাদ। সদা মঙ্গলময় থাকুন। :)

২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:১৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এক না-মানুষ

এই শব্দটাও আপনার আরো অনেক কবিতায় পেয়েছি। কিছু শব্দের প্রতি কবিদের দুর্বলতা থেকেই যায় হয়তো। যেমন শামসুর রাহমানের কবিতায় কফির পেয়ালা, মেহগনি, কফিন, স্তন, ঠোঁট শব্দগুলোর অনেক ব্যবহার দেখেছি।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:২১

কুহক' বলেছেন: হুমম.... ভালো অবজারভেশন। না-মানুষ শিরোনাম নিয়ে টেনশলে আচি। এটা নিয়ে এবার একটা কিছু আসবে। অনুরোধটা আমার নয় পাঠকের... :)

আপনার প্রচ্ছদ কিডা করবো? সব কিছু কি অনুপ্রাণন? খোমা পাতায় সময় দিতে পার্তাসি না। পত্রিকা ছেড়ে দিয়ে পাণ্ডুলিপির কাজ হাতে নিবো। :)

৩| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: পাণ্ডুলিপি পর্যন্তই আমার কাজ শেষ। বাকি যা করবার অনুপ্রাণন করুক। :)

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৪

কুহক' বলেছেন: উকে.... :)

৪| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১০:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: শব্দের ঘোমটা টানা প্রেমিক আমি, এক না-মানুষ
পুরুষ বটে; সর্বস্ব উজাড় করা ভালোবাসার দরিদ্র পুরুষ!

চমৎকার দুটি লাইন ।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৫

কুহক' বলেছেন: ভাইজান আছেন কিরাম.... এই বচ্ছর কি দ্যাখা অইবো নি? :)

৫| ১৫ ই জুলাই, ২০১৪ সকাল ১১:০২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:৩৬

কুহক' বলেছেন: আরতো কোনো যুগাযুগ অইলো না। আমার কি কুনু কাম নাই? সব কি সামাল দেয়া গেছে? কিংবা আবার কবে দেখা হবে?

৬| ১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: এই বছ্ছর দেখা হবার চান্স নাইক্কা । :)

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭

কুহক' বলেছেন: এইডা কুনু কতা অইলো? :((

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৬ ভোর ৬:০২

রাবেয়া রাহীম বলেছেন: তড়পানো আঁধার জানে কতটা জ্বলেছে মোমবাতি

আবেগের অসাধারন কাব্যিক প্রকাশ ! ভাল লেগেছে । শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.