নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস\nজ্যৈষ্ঠ দুয়ারে খোলা রেখে আমার সর্বনাশ—

ভালোবাসা শব্দটির আগে বা পরে কোনো শব্দ নেই, আছে এক বিকেল অপেক্ষা আর অপেক্ষার বিকেল।

কুহক'

বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—

কুহক' › বিস্তারিত পোস্টঃ

ধর্মান্ধতা

২৯ শে জুলাই, ২০১৪ রাত ১১:৫৫

পিচ্ছিল মাছের শরীর নিয়ে স্মৃতি তুমি

দেখাও কেনো রূপ, সন্ধ্যার বন্দরে? আমিতো

ভুলে গিয়েছি পার্ল হারবারের নাম। খোদাই করা

নাভিতে কালো অক্ষরে লেখা হিরোশিমা-নাগাসাকি

শালিক চড়ানো দুপুরে ডুব দিয়ে দেখা, বসনিয়া;

গণকবরে দাঁড়িয়ে বুঝে নেয়া ঐ বিকেলটা—

অহেতুক ভুতে ধরা ‘রাত্তিরে কান্নার দরজাটা খোলা রেখো’।

কিন্তু জানালাটার কি হবে? আমিতো

তাকালেই দেখতে পাই প্যালেস্টাইন আজ একটি

পাকা টমেটোর ক্ষেত। যার আইল ধরে

থরে-থরে সাজানো আছে কোলবালিশ, শুয়ে আছে

রক্তাক্ত মসৃণতায় আমার ছেলে-মেয়ে।



আপনারা কেউ একজন হয়তো বলে উঠতে পারেন

এ এক বানোয়াট ঘুমের তামাশা, তবে জেনেই রাখুন

জ্বরের উকুন বাছতে গিয়ে টিকটিকি ছুঁয়ে দিবেন না

তাহলে আপনার লেজটিও ঝরে যেতে পারে। কারণ—

জীবন থেকে জীবনের দূরত্বে নেই মানুষের ভূগোল!



২৮.০৭.২০১৪│০২.০৩│ ধানমণ্ডিনিমন্ত্রন

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো লাগল কুহক ভাই। লাস্ট লাইনটা খুবই ভালো লাগল।

২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৯

কুহক' বলেছেন: :)

২| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কুহক ভাই ঈদের শুভেচ্ছা থাকলো ।
কবিতা ভাল হয়েছে ।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০০

কুহক' বলেছেন: :)

৩| ৩০ শে জুলাই, ২০১৪ সকাল ১১:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতায় ভাল লাগা রইল।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০২

কুহক' বলেছেন: :)

৪| ৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৬

ডি মুন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

মানবতা মুক্তি পাক।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৫

কুহক' বলেছেন: :)

৫| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

সুমন কর বলেছেন: সুন্দর !!

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৬

কুহক' বলেছেন: :)

৬| ০৩ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

লেখোয়াড় বলেছেন:
মাই গড!! এমন ছবি সহ্য করা যায় না।
খুব কষ্ট পাচ্ছি!

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৭

কুহক' বলেছেন: :(

৭| ০৬ ই আগস্ট, ২০১৪ রাত ১০:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ছুঁয়ে গেলো।

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:০৮

কুহক' বলেছেন: কামাল ভাই এসেছিলো। আমাদের কাজ আর এগুবে না?

৮| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভাই, ওই বিষয়টা কিন্তু কামাল ভাই-সজীব ভাই- আজাদ ভাইদের। আমি কিন্তু কিছুই না :)

২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৬

কুহক' বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.