![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—
একলা ঘরে সজল আষাঢ়স্য পদাবলী
অভিধানের কৃষ্ণকলি
তুমিই সে মেঘালীমেয়ে—
বউসন্ধ্যার ঘরে এসে উলু দাও যুগলবন্দী
তোমার সকাশে হার মানি
জানোনি হয়তো কিংবা আমিই বলিনি
কোনো এক সকালের আরতি নরজন্ম দিয়ে
মা বলে দিয়েছিলো—
তোমার প্রেমেই আমার ঘর বসতি
রাত্রি, তোমার সঙ্গেই আমার বন্ধুত্বতা
শিশিরে যা লিখি, তুমি আমি; শিউলির বুকে
সূর্য উঠে আসলে ঝরে যায় তাদের রূপকথা
শিয়রের বসে থাকা ঝকঝকে ভোর তুমি
হ্যাঁ তুমিই সেই—
যূথচারী বাতাসের অগ্নিশিখা
এখন জেনেছো বোধহয়, আমি কে!
মেঘের ছাতা,
তোমার দিকে তাই ফিরে আসি বারবার
আমার সমস্ত অতীতের গতকাল...
১২.০৬.২০১৫। ১০.১৩। ধানমণ্ডি
২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩২
শায়মা বলেছেন: অনেক ভালো লাগা!
৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৭
রুদ্র জাহেদ বলেছেন: তোমার দিকে তাই ফিরে আসি বারবার
আমার সমস্ত অতীতের গতকাল...
দারুণ কবিতা+
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:০০
সুমন কর বলেছেন: ভালো লাগল।