নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার মাতৃভাষার নাম বিষ্ণুপ্রিয়া মণিপুরি । পৃথিবীর মাত্র তিন লক্ষ মানুষ এই ভাষায় কথা বলে । ভাষাটিকে ইউনেস্কো এনডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে ঘোষনা করেছে ।

কুঙ্গ থাঙ

প্রান্তিক জনগোষ্ঠীগুলোর ভাষা ও জাতিগত অস্তিত্বের সাংবিধানিক স্বীকৃতি দাবী করছি...

কুঙ্গ থাঙ › বিস্তারিত পোস্টঃ

একটি বিষ্ণুপ্রিয়া মণিপুরী মনশিক্ষা বা দেহতত্ত্বের গান

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৯

গুরুর চরণ পদ্মফুল

মন তুমি হও ভ্রমর

জীবনে মরনে তাকে স্মরণ করো

তোমার হৃদয় দিয়ে



ভ্রমরা পান করে মধু

বনে বনে ঘুরে

গুরুর চরন স্মরণ করো হে মন

মায়ার জাল ছিঁড়ে



শ্রীগুরু বৈষ্ণব কৃষ্ণ

অন্য কিছু ভেবো না মন



শিক্ষাগুরুর কৃপা পেলে

পাবে ব্রজের কৃষ্ণকে।।



মনশিক্ষা বা দেহতত্ত্বের গান সম্পর্কে

মনশিক্ষা বা দেহতত্ত্বের গানগুলো বিষ্ণুপ্রিয়া মণিপুরী কাব্যসাহিত্যের মুল্যবান নিদর্শন। অষ্টাদশ শতকে বৈষ্ণব ধর্মের বলয়ে আসার পর থেকে মণিপুরীদের সাহিত্য, সংস্কৃতি ও শিণ্পকলা প্রবল ভাবে বৈষ্ণবদর্শন দ্বারা প্রভাবিত হয়। রাসলীলা, নটপালা বাসকসহ অন্যান্য কাব্যগীতাশ্রয়ী পালার মতোই মনশিক্ষা বা দেহতত্ত্বের গানগুলোর দার্শনিক ভিত্তি বৈষ্ণবিজম। তবে এই গানগুলোর বিশেষত্ত্ব হলো ধর্মীয় আচারের বাইরে এসে মণিপুরী চিন্তক ও সাধারনের লোকাচার চর্চার নিজস্বতার মধ্য দিয়ে স্বাতন্ত্র্য রূপ লাভ। এগুলোর সাথে আবহমান বাংলার বাউল, সুফী ও মারফতী ধারার যথেষ্ঠ মিল খুঁজে পাওয়া যায়।



মনশিক্ষার এই গানটি উনবিংশ শতকের শেষার্ধে রচিত এবং বলাই বাহুল্য এতে প্রচুর তৎসম শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। পুরাণ ও ধর্মগ্রন্থের শিক্ষাকে লোকাচারের সাথে সমন্বয় করে নিজস্ব ভাষায় সাহিত্যচর্চার ধারাটি বিষ্ণুপ্রিয়া মণিপুরীরা আজো অক্ষত রেখেছে।



বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় মুল গানটি

গুরুর খয়া থাম্পালগো

মনহান তি অ ভ্রমরগো

জিয়নে মরনে নিংকরিস

দিয়া তর ঠইগ



ভ্রমরাই পিতারা মধু

বুলিয়া বনেত্ত বনে

গুরুর চরন নিংকর মনহান

মায়ার জালহান ছিরিয়া



শ্রীগুরু বৈষ্ণব কৃষ্ণ

আরতা না খাল্করিস মন



শিক্ষাগুরুর কৃপা থাইলে

পেইতেউ ব্রজর কৃষ্ণ।



গানের বাংলা অনুবাদ: শুভাশিস সিনহা সমীর

ছবির জন্য কৃতজ্ঞতা: bangladeshshowbiz. com

মন্তব্য ১১ টি রেটিং +১৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৫৭

রাশেদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:২১

কুঙ্গ থাঙ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

২| ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০২

নিলা বলেছেন: গানের একটা লিংক পেলে অনেক ভালো হতো।

ধন্যবাদ শেয়ার করার জন্য

১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩০

কুঙ্গ থাঙ বলেছেন: কিছু অডিও আপলোড করার ইচ্ছা আছে। করলে জানাবো। ধন্যবাদ।

৩| ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:০৫

আলমগীর কুমকুম বলেছেন: চমৎকার লাগল। ++++

৪| ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৩৬

শয়তান বলেছেন: হ ।

অডিও গান চাই । পারলে ভিডিও ও :)

১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৫৯

কুঙ্গ থাঙ বলেছেন: :)

৫| ১৮ ই অক্টোবর, ২০০৮ রাত ২:৪০

নিহন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ।

১৮ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২৮

কুঙ্গ থাঙ বলেছেন: ব্লগ নিয়মিত পড়ার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

৬| ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৩

অচন্দ্রচেতন বলেছেন: গানটা শুনতে পারলে দারুণ হতো!

৭| ১৮ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:৩১

তানজু রাহমান বলেছেন: শুনতে পারলে সত্যি ভালো লাগতো!
পোস্টার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.