| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক আজনাবি
পরিচালনা : অপূর্ব লাখিয়া
প্রযোজনা : বান্টি ওয়ালিয়া
অভিনয়ে : অমিতাভ বচ্চন, অর্জুন রামপাল
এক্স আর্মি অফিসার কর্নেল সুরিয়া সিং ও মিষ্টি মেয়ে আনামিকার কাহিনী নিয়ে তৈরি এক আজনাবি মুভিটি । এখানে কর্নেল সুরিয়া সিং এর ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন । কর্নেল সুরিয়া ইন্ডিয়ান আর্মির একজন দূর্ধষ এক্স অফিসার, কিন্তু এই মানুষটির অতীতে এমন একটি ঘটনা আছে যার কারনে সে সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে গুটিয়ে রাখতে ও বেচে থাকার জন্য সে দেশ ছেরে চলে আসে ব্যাংককে , এখানে এক বিশিষ্ট ধনী ব্যাবসায়ির একমাত্র কন্যা আনামিকার বডিগার্ড হিসেবে কাজ শুরু করে। ধীরে ধীরে এগারো বছরের আনামিকার সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে , সুরিয়া সিং নিজের অতীতের কষ্ট ভুলে যখন একটু একটু করে স্বাভাবি জীবনে আসছিলো ঠিক তখনই ঘটে বিপর্যয় , কিডন্যাপ হয়ে যায় আনামিকা আর তাকে বাচাতে গিয়ে সুরিয়া গুরতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এদিকে মুক্তিপনের টাকা দেওয়ার পরেও কিডন্যাপাররা মেরে ফেলে আনামিকাকে । হাসপাতালের বেডেই খবরটা পায় সুরিয়া সিং, প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে সে, এই কিডন্যাপিংএর পিছনে প্রত্যেককে খুজে বের করে এক এক করে খুন করতে শুরু করে সুরিয়া। ভিত নরে যায় ব্যাংকক আন্ডারওর্য়াল্ডের । সিনেমার শেষের দিকে বেশ কয়েকটি চমক আছে যা কাহিনীর মোড় ঘুরিয়ে দিবে ।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্তত অসাধারন এ্যাকশনে ভরপুর এই সিনেমাটি দর্শকদের মনে আলাদা একটি জায়গা করতে পেরেছে, যারা দেখেন নাই তাদের দেখার অনুরোধ রইলো ।
©somewhere in net ltd.