![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে কোনো সমস্যা দেখা দিয়েছে কিনা। জানা যাচ্ছে না। পোস্ট দিলে সেটা সাথে সাথে দেখা যাচ্ছে না কেনো? কার কার এ সমস্যা । নাকি সামহোয়ার নতুন কোনো মডারেশন পদ্ধতি অনুসরন করছে। ফেসবুকে অনেকে পোস্ট প্রকাশিত হচ্ছে না বলে স্ট্যাটাস দিচ্ছে।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯
লোডশেডিং বলেছেন: মজা করা ভালো।
২| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৪৮
মোমের মানুষ বলেছেন: ভাই কি কমু বিশ্বাস করেন, আমি সেইফ অবস্থায় আছি , আমি কোন পোস্ট দিলে প্রথম পাতায় আসে না। কেন আসে না তা জানা আপুর কাছে জানতে চেয়েছিলাম। তখন আমি জেনারেল ছিলাম। তারপর জানা আপু আমাকে জেনারেল থেকে সেইফ বানালেন , তারপরও পোস্ট প্রথম পাতায় আসছে না।
মনে হয় ডিজিটাল ফান্দে পা দিয়েছি।
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৮
লোডশেডিং বলেছেন: আমাকে ফেসবুকে অনুরোধ করলে আমি এই পোস্ট দেই। কই আমার পোস্ট তো সরাসরি দেখাচ্ছে। কিন্তু আমার বন্ধুর পোস্ট কেনো প্রথম পাতায় দেখায় না। ওই একটি সংবাদ সংস্থায় কাজ করে। মাঝে মাঝে ও পোস্ট দেয় সামহোয়ারে। কিন্তু কর্তৃপক্ষ বিনা নোটিশে কেনো বন্ধ করে দিলো ওর পোস্ট এটা বোঝা যাচ্ছে না। ওই এখনো সেফ আছে।
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৩ দুপুর ২:৪০
বাগসবানি বলেছেন: হুমম ব্লগে লোডশেডিং দেখা দিছে