![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কাছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেখা পড়া পাবলিকের চাইতে ভালো মনে হয়। ফকিরন্নির ছেলে মেয়েরা পাবলিকে পড়ে। এদের পেটে ক্ষুদা বেশি। লেখা পড়া শিখেই এসব ফকিরনিন্নর পোলাপান সচিব আমলা হয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়ে। গরিব হয়ে গরিবের পশ্চাত্যে বাঁশ দিতে এই শ্রেনি মোটেও অনুতপ্ত নয়। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা মননে মানসে উদার। এরা লেখা পড়া করে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে বিদেশে চলে যায়। সেখানে থেকে তারা নানা সুনাম নিয়ে আসে। দেশে টাকা পাঠায়। দেশের বৈদেশিক রেমিটেন্সে প্রবৃদ্ধি ঘটায়।
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৩
অপরিকল্পিত পরিকল্পনা বলেছেন: অনেকদিন পর এক চুদমারানির পোস্ট পড়লাম!!!
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
সাইফুর রহমান পায়েল বলেছেন: ভাই পাবলিক ভার্সিটিতে চান্স পেতে হয়। বেসরকারীতে টাকা দিলেই চলে। BCS এ যারা চান্স পায়, খোজ নিয়ে দেখুন তারা কয়জন প্রাইভেট থেকে এসেছে। কেন এত কম সংখ্যক বেসরকারীর ছাত্র টেকে, আর সরকারীর বেশী টেকে জানেন, কারন সরকারী গুলোতে ছাত্ররা কিছু শিখে। কয়েক পৃষ্ঠার সাজেশন পরে পরীক্ষা দেয়া, আর পুরো বই পরে পরীক্ষা দেয়া কখনই এক নয়।
যার ফল স্বরূপ দেখুন DU এর ১ সিটের পেছনে কতজন পরীক্ষা দেয়।
একটি কথা মানতে হবে, সরকারী গুলোতে রাজনীতি আছে, কিন্তু তা গুটি কয়েক। বেশীর ভাগই রাজনীতির বাইরে থাকে।
বেসরকারী তেই কিন্তু ঐশী টাইপের মেয়ে বেশী। উগ্রতায় কিন্তু বেসরকারী অনেক এগিয়ে।
আমি কোন ভাবেই আপনার সাথে একমত নই।
৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
বিশ্বাস করি 1971-এ বলেছেন: পাবলিক প্রাইভেট বির্তক দিয়া কি আদৌ কোন লাভ আসে? খামাখা ব্লগ পেইজটা নষ্ট করা! কোয়ালিটি সব জায়গায় আসে।আর কোয়ালিটিওয়ালা মানুষরে আপনি যেখানে ফেলেন সে উঠে আসবে। আমি এমন স্টুডেন্টরে দেখছি যে বুয়েটে ছাইড়া একই সাবজেক্ট প্রাইভেটে পড়তেছে। আবার এমনও দেখছি কোন পাবলিকে চান্স না পাইয়া প্রাইভেটে ভর্তি হইছে আবার সেরা স্টুডেন্টও হইছে।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২০
আশফাক সফল বলেছেন: আহারে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পইড়া সভ্য হইতে পারলাম না