নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

গর্ভবতী বরের বিয়ে !

৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৫



ছবিতে ডানে বর এলেক্সি টারবোডা বায়ে কনে কারেন ব্রুসালিও



২৯ নভেম্বর শুক্রবার আর্জেন্টিনার ইতিহাসে হয়ে গেলো যুগান্তকারী ঘটনা। এদিন গর্ভবতী লিঙ্গ পরিবর্তনকারী এক দম্পতির বিয়ে হয়েছে।



বর এলেক্সি টারবোডা জন্মে ছিলেন মেয়ে হয়ে কিন্ত বিয়ে করলেন বর পরিচয়ে। অন্যদিকে কনে কারেন ব্রুসালিও জন্মেছিলেন পুরুষ হয়ে বিয়ে করলেন কনে পরিচয়ে। লিঙ্গ পরিবর্তনকারী দুজন স্বামী স্ত্রী পরিচয়ে থাকলেও তাদের আনুষ্ঠানিক কোনো বিয়ে হচ্ছিলো না। এদিকে এলেক্সি গর্ভবতী হোন। তাই বিয়ে রেজিস্ট্রেশনের সময় বরকে গর্ভবতী দেখা যায়।



বিবাহের এক প্রতিক্রিয়া এলেক্সি টাবরডা বলেন, সিভিল ম্যারেজে আমাদের বিবাহ হওয়াতে আমরা খুব খুশি। আমাদের স্বপ্ন সত্যি হলো। দুজন লিঙ্গ পরিবর্তনকারীর মধ্যে এটাই প্রথম বিয়ে আর্জেন্টিনাতে।



টারবোডা ও ব্রুসিলারিও, ২৮ দম্পতির বলেন, আমরা ক্যাথলিক চার্চে বিবাহ করতে চেয়েছিলাম। পোপ ফ্রান্সিসের কাছে আবেদনও করেছিলাম। আগামী ২২ ডিসেম্বর তাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। অনাগত সন্তান মেয়ে হবে জানায় এলেক্সি-কারেন দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে জেনেসিস এঞ্জিলিনা।



আর্জেন্টিনা ২০১০ সালে সমলিঙ্গের বিয়ের অনুমতি দেয়। দুবছর পর তারা লিঙ্গ পরিবর্তনকারীদের বিয়ে স্বীকৃতি দিয়ে আইন পাশ করে। আইডি কার্ডে নতুন পরিচয় যুক্ত করার ঘর রাখা হয়। কারেন ব্রুসলেরিও ও এলিক্সি টাবোরডা আর্জেন্টিনার উত্তর পূর্বাঞ্চলই শহর ভিক্টোরিয়াতে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।





লেখক এর পূর্বেকার পোস্ট



আলোর গতির সমান ন্যানো ক্যামেরা !

বিদ্যুৎ চালিত হেলিকপ্টার ওরফে ভলোকপ্টার আসছে আগামীতে !

ধর্ষণ মন্তব্যর প্রতিবাদে মিনিস্কার্ট সমাবেশ

ধর্ষিত মেয়ে ফ্যাস্টিটদের এজেন্ট: অরুন্ধতি !

রংধনু গাছ



মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: প্রথম আলুর খবর।


জঘন্য তম বিয়ে , ইসলাম ধর্মে এই বিয়ে কঠোর ভাবে নিষিদ্ধ ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

লোডশেডিং বলেছেন: আমি প্রথম আলো পড়ি না। এটা আমার অনুবাদ করা খবর প্রথম আলোর হতে যাবে কেনো। আর এটা এএফপির খবর। প্রথম আলোর না।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

মোঃ আনারুল ইসলাম বলেছেন: আপনি ভুল বুঝেছেন । আমি এটা প্রথম আলো তেও পড়েছি ।

০১ লা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৫৮

লোডশেডিং বলেছেন: দেখেন ভাই কষ্ট করে আনুবাদ করে সামহোয়ারে পোস্ট দেই শুধু আপনাদের জন্য। এরপরও যদি ধন্যবাদ পাওয়ার বদলে মতি রাজাকারের পত্রিকার রেফারেন্স দেন। তখন মেজাজ খারাপ হয়ে যায়। মতির হাউসে বাংলার সব লেখক জন্মে নাই। আমার অনেক পোস্ট আছে। মতি রাজাকারের হাউজের সাংবাদিক ইনটারনেট ঘেটেও পাবে না। এটা শুধু সামহোয়ারের ব্লগারদের জন্যই দেওয়া। এই ব্লগটিকে ভালোবাসি তাই সুযোগ পেলে ব্লগে লেখি।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

অনিক্স বলেছেন: gender change korle abar pregnant thake kivabe? sele manusher uterus thakbe! uterus thakle sele hoye lav ki. vua news. naki both sex er silo?!!

০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮

লোডশেডিং বলেছেন: ভাই আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ভুয়া নিউজ করে না। পোস্টা ভালো করে পড়েন। মেয়ে হয়ে যিনি জন্মান তিনি পেটে বাচ্চা ধরেছেন। কিন্ত ততদিনে তিনি পুরুষ হয়েছেন বাহ্যিক ভাবে অভ্যন্তরীন ভাবে নয়। এবার নিশ্চয় বোঝা গেছে। ধন্যবাদ মন্তব্য জন্য।

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৩

অনিক্স বলেছেন: হা হা বাহ্যিক পুরুষ!!
লেখক খেপে যাচ্ছেন কেন??

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৫

লোডশেডিং বলেছেন: খ্যাপার কারণ তো দেখি না। আপনি এসব দেখেন কীভাবে। এখানে রাজনীতি করে লাভ নাই। ধন্যবাদ।

৫| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:০৫

ঠগী বলেছেন: অনিক্স বেকুবটা দেখি এখানেও বলদ মার্কা কমেন্ট করেছে। একটা বদ মতরব নিয়ে সে এখানে এসেছে। একে ব্লক করুন লোডশেডিং।

০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৭

লোডশেডিং বলেছেন: আমার অন্য পোস্ট গুলোতে তার কমেন্ট নাই। একটু সময় নিয়ে ব্লক করতে চাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.