![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে কনে অনুভূতির সাথে পীযুষ চাওলা।
ভারতীয় ক্রিকেটার পীযুষ চাওলা বিয়ে করেছেন। গত ২৮ নভেম্বর উত্তরপ্রদেশের মোরদাবাদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পীযুষের স্ত্রী অনুভূতি চৌহান একজন এমবিএ। তিনি মীরাটের প্রধান মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। কনে অনুভূতির সাথে পিযুষের দীর্ঘ দিনের সম্পর্ক ছিলো বলে জানান পিযুষের বাবা প্রমোদ কুমার চাওলা।
ইরফান খান ও অন্য ক্রিকেটারদের সাথে পীযুষ চাওলা
বিয়েতে ভারতীয় ক্রিকেটার মধ্যে ভুবনেশ্বর কুমার, জ্ঞ্যানেদ্র পাণ্ডে ও ইরফান পাঠানকে দেখা যায়। এছাড়া উত্তর প্রদেশের টিমের হয়ে যারা খেলেন তারা বিয়েতে উপস্থিত ছিলেন। সাবেক ক্রিকেটার অজহারউদ্দিনকে আমন্ত্রণ জানালেও তিনি আসেননি।
ছবিতে কনে অনুভূতির সাথে পীযুষ চাওলা
ক্রিকেটার পীযুষ চাওলা লেগ স্পিনার হিসেবে ভারতীয় দলে খেলেন। ভারতের হয়ে ২৫ টি একদিনের ও তিনটি টেস্ট ম্যাচ খেলেছেন পীযুষ চাওলা।
পূর্বের পোস্ট
গর্ভবতী বরের বিয়ে !
২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৭
েবনিটগ বলেছেন: পাউডার বলেছেন:
ফার্স্টে ভাবলাম বিটিভির অভিনেতা। পিজুস নামে ভারতের ক্রিকেটার আছে সেইটা আজকে প্রথম সুনলাম। ভারতিও পিজুস বিয়া করলেই কি, ওর বাপ বিয়া করলেই কি!
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:২১
লোডশেডিং বলেছেন: আপনে পাকিস্তানের কিংবা ওয়েস্ট ইণ্ডিজের কোনো তারকার বিয়ের খবর দেন। আমরা পড়বো।
৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১২
ফলক বলেছেন: ব্লগ মানে কি আমার যা মন চাইবে তাই পোষ্ট করবো? আপনি অনেক পুরাতন ব্লগার কিন্তু আপনি যদি এই ধরণের পোষ্ট দেন তাহলে আমাদের মতো নতুন ব্লগাররা কি শিখবে।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৭
লোডশেডিং বলেছেন: যেন তেনো পোস্ট পড়েছে ২০০ বেশি। এটা কে কি দৃষ্টিকোন থেকে দেখেন।
৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
মোঃ আনারুল ইসলাম বলেছেন: পীযুষ চাওলাকে বিয়ের শুভেচ্ছা। লোডশেডিংকে অভিন্নদন এটা আমাদের জানানোর জন্য ।
০১ লা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৬
লোডশেডিং বলেছেন: ধন্যবাদ। অাপনার মন্তব্যর জন্য।
৫| ০২ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৭
েবনিটগ বলেছেন: মোঃ আনারুল ইসলাম বলেছেন: পীযুষ চাওলাকে বিয়ের শুভেচ্ছা। লোডশেডিংকে অভিন্নদন এটা আমাদের জানানোর জন্য ।
চরমভাবে সহমত।
৬| ০২ রা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৫
অনিক্স বলেছেন: মেডিকেল অফিসার আবার এমবিএ হয় ক্যামনে????
প্রধান মেডিকেল অফিসার বলতে কি পদ বুঝাইলেন বুঝলাম না তো।
৭| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯
ঠগী বলেছেন: কিছু বলদের কমেন্ট দেখলে হাসি পায়। যেমন অনিক্স।
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪০
বিশ্বাস করি 1971-এ বলেছেন: নিজের বউতো?
২৩ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:২৪
লোডশেডিং বলেছেন: হা হা। আপনার বউ মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:১৪
পাউডার বলেছেন:
ফার্স্টে ভাবলাম বিটিভির অভিনেতা। পিজুস নামে ভারতের ক্রিকেটার আছে সেইটা আজকে প্রথম সুনলাম। ভারতিও পিজুস বিয়া করলেই কি, ওর বাপ বিয়া করলেই কি!