![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিতে বিশ্বের ক্যাথিলিক খ্রীস্টানদের সর্বোচ্চ ধর্ম গুরু পোপ ফ্রান্সিস
অর্থ রোজগারের জন্য একসময় মদের বারে বাউন্সার ও ঝাড়ু মারার কাজ করতেন পোপ ফ্রান্সিস। বাউন্সার হচ্ছেন সেই ব্যক্তি যারা মদের বারে হট্টগলকারীকে উত্তম মধ্যম দিয়ে বের করে দেয়।
পোপ হবার আগে পয়সা রোজগারের জন্য পোপ আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ক্লাব গুলোতে এসব কাজ করেছেন। মঙ্গলবার রোমের প্যারিস চার্চ সফর কালে পোপ তার ঘনিষ্ঠজনের কাছে আলাপ কালে এ কথা বলেন। ভ্যাটিকানের দৈনিক L'Osservatore Romano হতে এ খবর news.com.au নামক একটি ওয়েব সাইট জানায়।
পোপ আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে তিনি মেঝেতে ঝাড়ু মারার কাজ পর্যন্ত করেছেন। একটি পরীক্ষাগার চালাতেন তিনি সেসময়। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালানোর জন্য তিনি এসব কাজ করেছেন। পবিত্র আলোর দেখা পেলে তিনি সবকিছু ছেড়ে দেন। ১৯৫৮ সালের ১১ মার্চ তিনি একটি মিশনারি সংগঠনের সাথে যুক্ত হোন। তখন থেকেই তিনি পোপ হবার পথে নিজেকে যুক্ত করেন।
পূর্বের পোস্ট
ধর্ষিত মেয়ে ফ্যাস্টিটদের এজেন্ট: অরুন্ধতি !
সিগারেটে ক্ষুব্ধ সৌদি যুবক তালাক দিলো স্ত্রীকে !
কবর প্রথা ভাঙার ঘোষণা জাপান সম্রাটের
মেরে ফেলো চীনের প্রত্যেককে
আয়নার আলো উজ্জ্বল করলো গ্রাম !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
লোডশেডিং বলেছেন: ঢাকাবাসী ভাই। পোস্ট দেবার উদ্দেশ্য আমার কি সেটা আমার পূর্বের পোস্ট গুলো থেকে বোঝা গেছে নিশ্চয়। কারো ধর্মানুভূতিতে আঘাত দেবার উদ্দেশ্য এই পোস্ট আমি দেইনি। খববের সূত্র দিয়েছি। যদি খুজে না পান তবে এই লিংকে দেখে নিতে পারেন Click This Link
বিশেষ খবর জানানোর জন্যই সামহোয়ারে লিখি। সবাই জানুক। পড়ুক। শিখুক। এটাই চাই। অন্য কিছু নয়। তারপরও কারও ধর্মনাভূতিতে আঘাত লাগলে আমি ক্ষমা প্রার্থী। উপরোক্ত সংবাদের মিথ্যা। এটা কেউ জানায়নি। বা প্রতিবাদ করেনি। যদি সংবাদটা মিথ্যা হতো তবে এর প্রতিবাদে আরেকটি সংবাদ হতো। এটা বিশ্ব মিডিয়ায় ছাড়াতো না।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
সরকার পায়েল বলেছেন: ওয়ারেন্ট ইস্যুড অন পোপ
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
লোডশেডিং বলেছেন: আমার ব্লগের যে লিংক দিলেন সেটা তো দেখা যাচ্ছে না ভাই। অন্য লিংক দেন।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
সরকার পায়েল বলেছেন: Click This Link
http://itccs.org/2013/03/15/international-ar
Click This Link
Click This Link
Click This Link
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
লোডশেডিং বলেছেন: সরকার পায়েল আপনি কি কারণে লিংক গুলো দিলেন বুঝলাম না। আমি লিংকের বিতর্ক নিয়ে এই পোস্ট দেই নি। আপনি এই লিংকে যান। Click This Link এটা নিয়ে আমি পোস্ট দিয়েছি।
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৫২
লোডশেডিং বলেছেন: Click This Link এই লিংকে ক্লিক করে একই সংবাদ পেতে পারেন।
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:১৬
ঢাকাবাসী বলেছেন: প্রিয় লোডশেডিং ১ নম্বরে আমার মন্তব্যটি মুছে দিলে বাধিত হতুম।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৪
লোডশেডিং বলেছেন: প্রিয় ঢাকাবাসী ভাই। আপনার মন্তব্যে দোষের তো কিছু দেখছি না। তবে কেনো মুছে দিতে বলছেন। এই ব্লগে ধর্ম নিয়ে যেসব উগ্র আলোচনা হয়। সেই প্রেক্ষিতে আপনি এই মন্তব্য করেছেন। এটা আমি বুঝি। ৫ বছর ব্লগিং করি এটা জানবা না। আপনার ১ নং মন্তব্য সঠিক। সুন্দর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৮
ঢাকাবাসী বলেছেন: সুপ্রিয় ব্লগার, মহামান্য পোপ অত্যন্ত সম্মানীত অতীব উঁচু মার্গের মানুষ। তাকে নিয়ে এধরনের পোষ্ট মনে হয় সঠিক হয়না। কি বলেন? অনেক লম্বা আলোচনায় গেলুমনা। আপনার লেখার স্বাধীনতার প্রতি পুর্ণ সন্মান রেখেই বললুম। ধন্যবাদ আর শুভেচ্ছা জানবেন।