নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

মিডিয়ায় খালেদার ভাষনই খালেদা জিয়ার রাজনৈতিক ব্যর্থতা

২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

গত কাল মঙ্গলবার সন্ধ্যার দিকে খালেদা জিয়া যে ভাষণটি দিলেন। তা দেখে হতবাক আমি। যে ভাষণটি উনি পল্টনে কিংবা ভাসানী ময়দান সংলগ্ন স্টেটেডিয়ামে দিতে পারতেন। সেটি তিনি দিলেন মিডিয়ায়। এখানেই খালেদার জিয়ার রাজনৈতিক পরাজয়। শিল্পপতিভিত্তিক এই দলটি শুধু টক শো আর প্রেসক্লাবে মিটিংই করতে পারবে। আন্দোলন করতে পারবে না। যেটি হাম্বালীগ করতে পারে। হাম্মালীগের রয়েছে বিশাল মাঠকর্মী। যারা রাস্তায় মাসের পর মাস কাটিয়ে দিতে পারে। দেশ অচল করে দেবার সামর্থ রাখে ওইসব কর্মী। অন্যদিকে বিএনপি কিছুই পারে না মাঠ পর্যায়ে। যে কারণে সরকার বিরোধি আন্দোলনে বিএনপি ব্যর্থ। ৫ জানুয়ারি নির্বাচন বিএনপি বন্ধ করতে পারবে না। খালেদা যতই চিল্লাচিল্লি করুক। জামাত নির্ভর বিএনপি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। বলতে পারেন ৫ জানুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি নামক দলটির ফাসিঁ কার্যকর হয়ে যাবে।



এসি রুমে বসে, মুরগির রান খেয়ে আন্দোলন হয় না। আর বিএনপি যেসব নেতারা জেলে বন্দি। তাদের ঠেকা নাই হাজার কোটি টাকার মালিক হয়ে রাজপথে মারামারি-পাড়াপাড়িতে লিপ্ত হবার। টাকা দিয়া যদি সবকিছু পাওয়া যায় তবে কেনো এত কুস্তাকস্তি করব। এ কারণেই প্রথম আলো বাষিক অনুষ্ঠান শেষে বিএনপি নেতারা পুলিশকে কল দিয়ে ডেকে নিয়ে তাদের কাছে আত্মসমর্পন করেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

হেডস্যার বলেছেন:
শেষের প্যারাটা খুবই যৌক্তিক।
কি আন্দোলন যে বিএনপি করল....!!
আমরা শরীক হইতে পারলাম না...আফসুস।

এসি রুমে বসে নেতারা অর্ডার দেয় ! হায় আন্দোলন।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

দখিনা বাতাস বলেছেন: বিএনপির আন্দোলন, কি কইতাম ভাই। এতদিন হেগো আন্দোলন দেইকা মনে হইছে, বাস আর ট্রেনে চড়া লোকজন সব আওয়ামীলীগ করে, দে শালা পুড়াইয়া। আজকে পেপারে দেখলাম, কয়ডা গরুও পুড়াইয়া মারছে পেট্রেলবোমা মাইরা। গরুও আওয়ামীলীগ করে নাকি বিএনপির বুদ্বি গরুর পর্যায়ে নাইম্মা গেছে- বুজতাছিনা কিচু

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০০

রাহুল বলেছেন: চলো চলো ঢাকা চলো যদি ফলপ্রসু আন্দোলন হবে তবে এটা এতো পরে কেনো?কেনো এতো রক্তক্ষয়?

যদি হেফাজতের সমান লোক ঢাকায় ঢুকেও তবে কতোক্ষন টিকবে তাতো দেশবাসি একবার দেখছেই এ আর নতুন কি?

এই কর্মশুচি দেয়া উচিৎ ছিলো প্রথমেই এখন এসবে কিছু হবে মনে লয়না।বরং কিছু নতুন প্রান হানি হবে ,সেনাবাহিনী বিতর্কিত হবে ।সরকার নির্বাচন করবেই।

তার পরো দেখা যাক কি হ্য়।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৭

পাগলা বস বলেছেন: আপনে মনে হয় আম্লীগের আন্দোলন টা লোডশেডিং এ দেখছেন :D আরে ভাই , পুলিশ প্রোটেকশনে কুত্তা দিয়া ও দেশ অচল করে দেয়া যায় l এই সহজ বিষয় টা আপনার মাথায় ঢুকলনা !!! খালি মাথায় ঢুকল খালেদা মিডিয়ায় কেন ভাষন দিল ওটা l X(

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

খাটাস বলেছেন: বেশ নিরপেক্ষ ভাবেই লিখেছেন। লীগের দালালের রক্ত গরম, আর বিন এন পির দালালের বুদ্ধি গরম। নিচে একজন দেখা যাচ্ছে।
রক্ত চাই না, শান্তি চাই।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০

ঢাকাবাসী বলেছেন: খানিকটা পক্ষপাতদুষ্ট পোষ্ট মনে হয়। বিস্পির ৯৫% নেতা জেলে বা পেলেই জেলে পোরা হচ্ছে, যারা আটক তারা রিমান্ডে গিয়ে মার খেয়ে শেষ। তো মাঠে আন্দোলানটা করবে কে? পুলিশকে পাশে নিয়ে বিড়ালও বাঘ হয় যেমন আম্লীঘ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.