![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেই তুমি কে? তুমি কি গোপালী? খালেদার এই ডায়লগ আজ আমাকে ব্যাপক আনন্দ দিয়েছে। বাস্তবে আমি নিজেও গোপলাগঞ্জের পুলিশের গালির শিকার। এদের দাপট পুলিশ প্রশাসনে বেশি। তাই এদের কে লাথি মেরে পুলিশ প্রশাসন থেকে বের করে দেবার ইচ্ছা আমরও। কিন্তু খালেদা জিয়া একি বললেন। তিনি গোপালগঞ্জের পুলিশদের গালি দিতে গিয়ে পুরো গোপাল গঞ্জকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন। রাগের মাথায় একি বললেন খালেদা জিয়া। গোপালগঞ্জকে তিনি কীভাবে মানচিত্র থেকে মুছে দেবেন। সেখানে কি তিনি এটম বোমা মারবেন? নাকি সেখান থেকে সব লোক খেদিয়ে প্রতিবেশি ভারতে পাঠিয়ে দেবেন। পরে ওই এলাকার নতুন নাম দেবেন খালেদাগঞ্জ। অথবা জিয়া নগরের মত খালেদা নগর। গোপালগঞ্জকে তার প্রতিবেশি জেলা গুলোতে বিলীন করেও মানচিত্র থেকে মুছা যায়। আমার মনে হয় আগামীতে খালেদা ক্ষমতায় গেলে পার্লামেন্টে বিল আনবেন। অত:পর হ্যা ভোটে গোপালগঞ্জের জায়গা অন্য জেলায় বিলীন করে গোপালগঞ্জকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেবেন।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
লোডশেডিং বলেছেন: সরি গোপালগঞ্জের ত্রিসীমার ঢুকতে পারবে না শিবির বিএনপি।
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
স্বপ্ন বাংলা বলেছেন: গোলাপীগঞ্জ
২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪
লোডশেডিং বলেছেন: হা হা ভালো বলছেন। গোলাপীগঞ্জ। প্রস্তাবটা ব্লগ মারফাত খালেদার কাছে পাঠানো হল।
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩
মতিউর রহমান মিঠু বলেছেন: তুমি নিজেও গোপালি দালাল নিশ্চই। মানুষকে সম্মান দেয়া শেখো যদি তোমার আম্মাকে এভাবে কেউ বলতো তবে তোমার কেমন লাগতো একটু ভাবো..
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫১
লোডশেডিং বলেছেন: কাকে বললেন।
৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৬
সিদ্ধার্থ. বলেছেন: কেমন আছেন ?
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
বোধহীন স্বপ্ন বলেছেন: সাতক্ষীরার পর এবার মনে হয় গোপালগঞ্জ