নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

বিপাশাকে নয় প্রিয়াকে বিয়ে করলেন জন আব্রাহাম

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৩



ছবিতে জনকে প্রিয়া রানচালের সাথে দেখা যাচ্ছে



বলিউড ধুম স্টার খ্যাত অভিনেতা জন আব্রাহাম(৪১) বিয়ে করেছেন প্রিয়া রানচাল নামের তার এক মেয়ে বন্ধুকে। এই মেয়ে বন্ধুটির কথা জন কখনই গণমাধ্যমকে জানায়নি। মিডিয়াতে এতদিন বিপাশাকে নিয়ে জন আব্রাহামের বিয়ের কানাঘুষা চলত।



নতুন বছরে এক টুইটার বার্তায় জন আব্রাহাম প্রিয়ার সাথে বিয়ের কথাটি নিশ্চিত করেছেন। টুইটারে জন প্রিয়াকে প্রিয়া আব্রাহাম বলে সম্বোধন করেন।

টুইটারে জন তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য সকলের আশীর্বাদ চান। বিয়েতে পারিবারিক লোকজন ও জনের ঘনিষ্ঠ কয়েক জন উপস্থিত ছিলো বলে জানানো হয়। জন ও প্রিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।



২০১০ সালে জন আব্রাহামের সাথে পরিচয় ঘটে প্রিয়া রানচালের। প্রিয়া রানচাল মুম্বাইয়ের একজন ব্যাংকার। উল্লেখ্য এর আগে জন আব্রাহাম বলিউডের বাঙালী অভিনেত্রী বিপাশা বাসুর সাথে নয় বছর প্রেম করেছেন। কিন্তু বেশ কয়েক বছর আগে তাদের সে সম্পর্কের ফাটল ধরে। প্রিয়া সেই কারণ কিনা কে জানে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪১

ইমরাজ কবির মুন বলেছেন:
ওহ শীট ম্যান !
বিপাশার এখন কি হবে ?

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৬

আকিব আরিয়ান বলেছেন: হুম

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

আদম_ বলেছেন: ভালো হইছে। বিয়ার বয়স হইলে দেরি করা ঠিক না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.