নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

নগ্ন বুদ্ধ মুর্তি নিয়ে বিতর্ক চীনে

২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৪



বিশালাকার নগ্ন বুদ্ধ মূর্তি নিয়ে চীনে বিতর্ক শুরু হলে বুদ্ধ মূর্তি দুটিকে সরানো হয়।



চীনের শেংডন প্রদেশের জিনান শহরে এক রেস্টুরেন্টে এই বুদ্ধ মূর্তি স্থাপন করা হয়। চীনের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এর ছবি প্রকাশ হলে বিতর্ক শুরু। পরে ধীরে ধীরে এটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চীনের দৈনিক সাউথ মর্নিং পোস্ট এ নিয়ে সংবাদ করে। বুদ্ধকে এভাবে পরিবেশন করা শিল্প না ব্যঙ্গ এনিয়ে চলছে বিতর্ক।



ছবিতে দেখা যাচ্ছে একটি বুদ্ধ রেস্টুরেন্টের ছাদে হাত গুটিয়ে বসে আছে। অন্যটিতে দেখা যাচ্ছে বুদ্ধ দেয়াল বেয়ে ছাদে ওঠার চেষ্টা করছে। উভয়তেই বুদ্ধকে নগ্ন করে দেখানো হয়। চীনের বৌদ্ধরা এতে ক্ষুব্ধ হয়ে নানা ধরনের মন্তব্য করে। ছবির নিচে বলা হয় একটি সুস্বাধু সুপ খেতে বুদ্ধ দেয়াল বেয়ে চলে আসছে।



অবশেষে বুদ্ধ মূর্তি দুটিকে ভবন থেকে সরিয়ে ফেলা হয়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮

মোঃ আনারুল ইসলাম বলেছেন: নেংটার দেশে নেংটামি

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: নেংটা না হলে তো সভ্য হওয়া যায় না?

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

HHH বলেছেন: স্যুপ খতে কি জামা পরে যাওয়া যেত না?

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৪

এম এ কাশেম বলেছেন: নোংড়ামী,
ধর্ম নিয়ে ব্যবসা না করলে কি চলতো না?

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

পথহারা নাবিক বলেছেন: এ দেখি কঠিন অবস্থা!!

৬| ২১ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

এম আর ইকবাল বলেছেন: ধর্ম যখন ব্যবসায়ের প্রয়োজনে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.