![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মজা করে সন্তানের নাম অনেকেই অনেক রকম রাখেন। কোনো কোনো ক্ষেত্রে, নাম ব্যক্তিকে ভোগায় সারাজীবন। মেক্সিকোতে অনেকেই সন্তানের নাম রাখেন, ফেসবুক, টার্মিনেটর,বার্গার কিং, হিটলার, ই-মেল,রবোকপ, রোলিং স্টোন, জেমস বন্ড, সারকামসিশন(মুসলমানি)।
এসব নাম পরবর্তীতে স্কুল জীবনে সন্তানদের ভোগায়। তাদের নিয়ে সৃষ্টি হয় হাস্যরসের। নাম নিয়ে তামাশা দুষ্টুমির শিকার হোন ব্যক্তি। এতে তাদের মানসিক বিকাশে প্রভূত ক্ষতি হয়। এ কারণে মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলের শহর সোনোরা কর্তৃপক্ষ এমন ৬১ নামের ওপর নিষিদ্ধ তালিকা দিয়েছে। এই ৬১ নামে কারও জন্ম নিবন্ধন হবে না। ভবিষ্যতে নাম নিয়ে ঠাট্টা তামাশা এড়াতে এই ব্যবস্থা। সূত্র. রয়টার্স।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৭
বেকার যুবক বলেছেন: ঈগল ভাই, পরী বানু, আংগুরী বেগম দোষটা কি করল?
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৬
লোডশেডিং বলেছেন: আংগুর বালা নামক একজন বিখ্যাত গায়িকা ছিলো ব্রিটিশ আমলে। এই নামটা ফলের নামে। দোষের কিছু দেখি না।যার ভালো লাগবে সে রাখবে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১
হিংস্র ঈগল বলেছেন: কোনও সমস্যা নাই। আপনার মেয়ে হলে তার নাম আঙ্গুরী বেগম রাখতে পারেন।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
ঢাকাবাসী বলেছেন: আমার আত্মীয়দের নাম আলু মিয়া, পটল মিয়া, লেম্বু মিয়া! সত্যি ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩৩
লোডশেডিং বলেছেন: তাই নাকি।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩
হিংস্র ঈগল বলেছেন: শুধু মেক্সিকো না, বাংলাদেশেও এই রকম ছাগল মার্কা লোক আছে যারা নিজেদের সন্তানের নাম লাল মিয়া, কাল্লু মিয়া, পরী বানু, আংগুরী বেগম এই জাতীয় নাম রাখে। পরে নামের মালিকদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।