নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ন্যাড়া বেল তলায় একবারই যায়

লোডশেডিং

আমার ব্লগ পড়ুন। মন্তব্য দিন। আলোচনা-সমালোচনা করুন।

লোডশেডিং › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রে শয়তানের মন্দির !

০৪ ঠা মে, ২০১৪ সকাল ৭:৩৭

শয়তানের মূর্তির ছবি



শয়তান যে অনেকের কাছে প্রিয় তা আরেকবার জানা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের এক দল লোক আবার শয়তান ভক্ত। সবাই মিলে চাঁদা দিয়ে শয়তানের ব্রোঞ্জের মূর্তি গড়তে যাচ্ছে। শয়তানের একটি মন্দির বানিয়ে তাকে স্মরণীয় করে রাখতে চায় তারা। ইতিমধ্য ২৮০০০ ডলার সংগ্রহ হয়ে গেছে। মূর্তি নির্মাণ সম্পন্ন হতে আরো এক মাস বাকী।

শয়তানের মূর্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওকালহোমা স্টেট এ স্থাপন করা হবে । এর সাথে সংশ্লিষ্ট লোকজন এ খবর জানায়।



এদিকে শয়তানের মূর্তি ওকালহোমাতে স্থাপন করা নিয়ে আইনি বিতর্ক শুরু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওকালহোমা অঙ্গরাজ্যে একটি কট্টর খ্রিস্টান অধ্যুষিত রাজ্যে। এখানে এর আগে অন্য ধর্মের মূর্তি স্থাপনে বাধা দিয়েছিল কর্তৃপক্ষ। এবার শয়তানের মূর্তি স্থাপনে রাজ্য থেকে বাধা আসছে এটা এক প্রকার নিশ্চিত।



উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য রাজ্যে মূর্তি বিষয়ে এতটা কড়াকড়ি নেই। তাই শয়তানের মূর্তি স্থাপনে কোনো অসুবিধা হবে এমনটা ভাবছেন না শয়তান ভক্তরা।



শয়তানের মাথাটা দেখতে ছাগলের মতো। বড় বড় শিং আছে। লম্বা দাড়ি। শয়তানের দুপাশে একটি ছোট ছেলে ও একটি ছোট মেয়ে দাড়িয়ে আছে।



শয়তান মন্দিরে মুখপাত্র লুসিয়ান গ্রিভস সংবাদ মাধ্যমকে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি ধর্মনিরপেক্ষ দেশ। বহু ধর্মের বহু জাতির সমাবেশ এদেশে। সেকুলার আইনে এদেশ প্রতিষ্ঠিত। এই মূর্তি হচ্ছে সেটারই প্রতীকী।



অনেকে ক্ষেপে গিয়ে মূর্তি ভেঙ্গে ফেলতে পারেন। সে কারণে মূর্তির জন্য ইনস্যুরেন্স করা হবে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ৮:৫৯

হাসান বিন নজরুল বলেছেন: মার্কিনীরা এমনিতেই শয়তানের বংশধর এটা না বানিয়ে বুশকে বা ওবামাকে দেখিয়ে দিলেই পারতো B-))

২| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১২

নীল আকাশ ২০১৩ বলেছেন: বাংলাদেশেও একদিন শেখ হাসিনা বা ইমরান এইচ সরকারের মূর্তি কাওরান বাজারের মোড়ে শোভা পাবে। কি জানি নরেন্দ্র মোদীর মূর্তিও বানানো হতে পারে

৩| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:১৫

সাধারন এক মেয়ে বলেছেন: হাসান বিন নজরুল বলেছেন: মার্কিনীরা এমনিতেই শয়তানের বংশধর এটা না বানিয়ে বুশকে বা ওবামাকে দেখিয়ে দিলেই পারতো

৪| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১০:২৯

ঢাকাবাসী বলেছেন: এদেশেও শে, হাসিনা বা মুহিতের মুর্তি শোভা পাবে, চিন্তা কইরেননা।

৫| ০৪ ঠা মে, ২০১৪ সকাল ১১:১০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হাসান বিন নজরুল বলেছেন: মার্কিনীরা এমনিতেই শয়তানের বংশধর এটা না বানিয়ে বুশকে বা ওবামাকে দেখিয়ে দিলেই পারতো B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.