![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে দেশের দ্রব্যমূল্যর বাজারে সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। যে দেশের বিচার বিভাগ পঙ্গু। যে দেশের নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর শাসিত স্বৈরাচার নীতির ওপর চলে । সে দেশে বাজেট নামের কোনো তামাশা দেখানোর প্রয়োজনীয়তা নাই। বিদেশি অর্থায়নে চালিত কয়েকটি এনজিও আবার এই বাজেট তামাশার সাথে সম্পৃক্ত হয়ে সরকারের সমালোচনা করে। যা বড়ই হাস্যকর। শোনা যায়। বাংলাদেশের লোকরা নাকি সরকারকে ট্যাক্স দেয় না। যে কারণে সরকার জনগণ এর জন্য ভালো কিছু করতে পারে না। এ কথা হচ্ছে এক শ্রেণী জ্ঞানপাপী মূর্খের প্রলাপ। সরকার দ্রব্যমূল্যর গায়ে ১৫ % ভ্যাট নামক মূল্য লাগিয়ে যে দাম জনগণের পকেট থেকে আদায় করছে সেটা কি ট্যাক্স নয় ? তাহলে কেনও বলা হয় সরকারকে জনগণ ট্যাক্স দেয় না। বরং বলা যায় সরকারের লোকেরাই সরকারকে ট্যাক্স দেয় না। যেমন সরকারের লোকদের ও মন্ত্রী এমপিদের শুল্ক মুক্ত গাড়ি সরবরাহের বিধান। যে বাজেট পরীক্ষার প্রশ্ন ফাঁস রোধ করতে পারে না সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট চাকুরীতে নিয়োগ বাণিজ্য করে সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট উগ্রবাদীদের হাত থেকে ধর্মীয় সম্প্রদায়ের উপাসনালয় রক্ষা করতে পারে না সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট ভুল চিকিৎসার চিকিৎসককে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাতে দেয় সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট শেয়ার বাজার লুট করার সুযোগ দেয় দরবেশদের সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট জামানত ছাড়া হাজার কোটি লোণ দেয় ব্যক্তি বিশেষের মুখ দেখে সে বাজেট আমার দরকার নাই। যে বাজেট রক্ষক কে ভক্ষক বানায় সে বাজেট আমার দরকার নাই।
©somewhere in net ltd.