![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান একজন জনপ্রিয় ক্রিকেটার। আন্তর্জাতিক সিয়াট ও আইসিসি ক্রিকেট র্যাংকিংয়ে সাকিব ছিল নাম্বার ওয়ান। সে কারণে দেশে বিদেশেও তার সুনাম ও মর্যাদা রয়েছে। এমন একজন ব্যক্তিত্ব রাস্তাঘাটে কিংবা জনসম্মুখে পাবলিক পেটাবেন। এটা মোটেই কাম্য নয়। খবরে জানা যায় সাকিবের স্ত্রীকে কতিপয় বখাটে ইভটিজিং করছিল। সাকিবের স্ত্রী শিশির এ কথা জানায় সাকিবকে। সবকিছু জেনে সাকিব বখাটেদের পিটিয়ে নিজের দাদা গিরি দেখান।
যেখানে পুলিশ আছে। ক্রিকেটের কর্তা ব্যক্তিরা উপস্থিত। সেখানে সাকিবকে কেনো আইন হাতে তুলে নিতে হলো ? ইভটিজিং যারা করে তাদেরকে জেলে দেওয়া উচিত। তাদেরকে জুতাপেটা করা উচিত নয়।
১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৩৬
লোডশেডিং বলেছেন: মনে হয় আপনি ঠিক বলছেন। আমাদের দেশের পুলিশ ঘুষ খেয়ে সবাইকে ছেড়ে দেয়। সে হিসেবে এটাই করা উচিত ছিল মনে হয়।
২| ১৭ ই জুন, ২০১৪ রাত ২:৫৬
পাউডার বলেছেন:
প্রকাশ্যে জুটা পেটা করা উচিৎ, যাতে তা দেখে আরো দশটা ছেলে কুলাংগার না হয়।
৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ৩:১০
প্রবাসী পাঠক বলেছেন: ব্লগার পাজল্ড ডক এবং ব্লগার পাউডার এর মন্তব্যের সাথে সহমত পোষণ করছি। প্রথমে জনসম্মুখে জুতা পেটা করে তারপর পুলিশে দেয়া উচিৎ।
৪| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৩৩
মরণের আগে বলেছেন: কুকুরের কাজ কুর করেছে কামর দিয়েছে পায় তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায় ?
গ্যালারিতে খেলা দেখতে ভক্তোরাই যায় , যারা ইভিটেজিং করেছে তারও সাকিবেরই ভক্ত
কি বলতে কিজে বলে ফেললাম
৫| ১৭ ই জুন, ২০১৪ সকাল ৯:৫৮
কেএসরথি বলেছেন: আমার মনে ঠিক করসে। হয়ত আরো খারাপ কিছু করার উচিৎ ছিল।
৬| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩২
হেডস্যার বলেছেন:
আপ্নের বৌরে আমি ইভটিজিং করলাম, এখন আমারে কিছু না বইলা পুলিশে দেন।
৭| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৫
সোহানী বলেছেন: সাকিব ঠিক কাজটিই করেছে... শুধু জুতা পেটা না আরো কিছু করা উচিত ছিল যাতে বুঝতে পারে ইভটিজিং এর ফলাফল কি !!!!!
৮| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৯
চড়ুই বলেছেন: ইভ টিজিং একটি সামাজিক ব্যাধি। এটি বন্ধ হোক।
৯| ১৭ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫২
ঢাকাবাসী বলেছেন: কিসের পুলিশে দেয়া দেয়ি? পিটিয়ে লাশ বানিয়ে নপুংসক বানিয়ে নারায়নগন্জ পাঠিয়ে দেয়া উচিত।
১০| ১৮ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: সবার সামনে টিজ করতে পারলে সবার সামনে জুতা পেটা কেনো নয়?????
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ রাত ১২:৪১
পাজল্ড ডক বলেছেন: ইভটিজিং যারা করে তাদেরকে জেলে দেওয়া উচিত। তাদেরকে জুতাপেটা করা উচিত নয়।-----------------আমার তো মনে হয়, জুতাপেটা করে তারপর পুলিশে দেয়া উচিত।