![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মা-সেতুর নামকরণ শেখ ফজিলাতুন্নেছা সেতু হবে। এ নিয়ে কিছু চামচা শেখ হাসিনার প্রিয় হতে চেয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা এ যাত্রায় নিজের পরিবারকে আর সমালোচিত হতে দেননি। বরং তিনি ও তার বোন শেখ রেহানা পদ্মসেতুর নাম পদ্মাসেতুই হবে বলে জোরাল অবস্থান নেন। এর মধ্যে দিয়ে শেখ হাসিনা চামচাদের মুখে চপেটাঘাত করলেন। এটাই তো হওয়া উচিত। জাতির ঘাড়ে আজ নানা রকম চামচা ভর করেছে। এরাই দেশের সর্বনাশ করে। এদের থেকে দুই রাজনৈতিক দল দূরে থাকবে এটাই সকলের প্রত্যাশা।
২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১:২৮
কানা দাজ্জাল বলেছেন: আরে ভাই যার তেল ঝোল খাইয়া অভ্যাস, সে আঁতকা পানি খাইয়া ঢেকুর তুল্লো? খেল তো মামা অন্যখানে !!! খান্ডারনি কয়েকদিন পরে না পুতের নাম প্রস্তাব করে দেখেন? যার চামচা পাইলা আর যাদের চামচামি কইরা অভ্যাস তাদের সার্ফ এক্সেল দিয়া ৭০ বার ধুইলেও কাম হইবো না। এইডি পয়দায়িসি তেলে ভাজা, চেহারা দেখছেন একেকটার? তেল বায়া বায়া পরতাছে। খালি একটা চটকনা খুইজা বাইর করলেন, সারা জীবনের চুমাডি কই রাখবেন?
৩| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:১১
দাকুড়াল বলেছেন: এইটা আরেকটা নাটক।
০৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:৪৪
লোডশেডিং বলেছেন: যুক্তি দিয়ে নাটকটা বুঝিয়ে দিলে ভালো হতো।
৪| ০১ লা জুলাই, ২০১৪ সকাল ১০:১১
দাকুড়াল বলেছেন: এইটা আরেকটা নাটক।
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৪ রাত ১২:২৩
ঢাকাবাসী বলেছেন: উনিও এটাই বেশী পছন্দ করেন। এবার প্রস্তাবটা না করেছেন সেটা অন্য স্টান্ট!