![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝপথে দাঁড় করিয়ে দিয়ে
নিজেকে নিয়ে ঠিকইতো চলে গিয়েছিলে ,
কি ভেবেছিলে গুটিয়ে ফেলবো নিজেকে ?
না !
দেখো আমি কিন্তু ঠিকই ঘুরে দাড়িয়েছি
তোমার চলে যাওয়াই আজ অামার শক্তি
কিন্তু নিজের থেকে নিজে পেয়েছো কি মুক্তি ?
না !
আমার হৃদয় হতে মুক্তি কিন্তু অতো সহজ না
কারন আমার ভালোবাসায় ছিলোনা ছলনা
আর তাই তোমার যাওয়াই হয়েছে আমার প্রেরণা
হ্যাঁ !
খুব বড় ভুল করেছিলে আমাকে ভালোবেসে
যাও যতো দুরেই যাও মুক্তি মিলবেনা সহজে
সবার মাঝেও আমার ভালোবাসাটাকেই খুঁজবে ৷
হ্যাঁ !
আমার স্পর্শ টাকেই তুমি রাতবিরাতে খুঁজবে
সবার মাঝে থেকেও তুমি একলা একাই রবে
ফিরে এলেও ভালোবাসা আগের মতোই পাবে ৷
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ রাত ১০:২৯
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর কবিতা