![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিয়েছিলাম একটুকরো মানবতার খোঁজে
তোমাদের ঐ ঘুণে ধরা ভংগুর জনপদে ,
ওলিগোলি ঘুরেছি,শহর থেকে শহরে ছুটেছি
আর বিপন্ন মানবতাকে পথে প্রান্তরে দেখেছি ৷
কখনো শ্বেতাঙ্গে রুপে কৃষ্ণাঙ্গ হত্যা করেছি ,
Isis এর দায়ে সিরিয়াকে জ্বলতে দেখেছি ,
বোমা মজুদের দায়ে ইরাক জ্বলতে দেখেছি
লাদেনের খোঁজে সারা আফগান পুড়িয়েছি ৷
নিজ ঘরে পরবাসী ফিলিস্তিনের যুদ্ধ দেখেছি
কোহিনুর স্বার্থে ভারত পাকিস্তান দ্বন্দ দেখেছি ,
মায়ানমারের বিভৎস রুপ দেখে প্রশ্ন জাগে মনে
জাতিসংঘ,মানবাধিকার সংস্থা কেনো মুখ লুকিয়ে ?
কাঁটাতারে ফেলানিকে দেখে প্রেস ব্রিফিং করেছো
আর কাঁটাতারের এপার ওপার মানবতা খুঁজেছো ,
মানবতার মুখোশে প্রতিনিয়ত মানবদরদী সাজো ৷
তনু হত্যার দায়ে অন্য দিখে মুখ ঘুরিয়ে রেখেছি
আর নষ্টা,কুলোটা অপবাদ দিয়ে অাত্মরক্ষা করেছি ৷
দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজাকে রক্তাক্ত হতে দেখেছি ,
বিবেক,মনুষত্বের চোখে কালো কাপর বেঁধেছি
আর মুখে কুলুপ এঁটে নিজে বেঁচে চুপ থেকেছি ৷
বিবেক,মনুষ্যত্ব,মানবতা আজ icu তে বন্দী
অথচ ব্যানার ফেস্টুন আমরা প্রতিবাদী সাজি
আর প্রতিনিয়ত সমব্যাথীর অভিনয় করে চলি
আসলে আমরা মানুষত্বহীন মানুষের অবয়ব চলি ৷
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫০
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: কবে কোথায় কখন যেতে হবে দাদা ভাই
৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:০২
ধ্রুবক আলো বলেছেন: অনেক কিছুই দেখেছি কিন্তু থেকে গেছি নিশ্চুপ;
লেখা ভালো হইছে....
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩১
চাঁদগাজী বলেছেন:
বর্তমান বিশ্বে মানবতার অধ:পতন মানুষের মনে কস্টের কারন হচ্ছে, আপনি জোরালো ভাষায় তা বলেছেন, ভালো হলো!
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩৭
চাঁদগাজী বলেছেন:
আপনি তো দেখছি ভালো সাক্ষী; আমার একটা ছাগলের চুরি হয়েছে, ভাবছি কোর্টে যাবো, আপনাকে পাওয়া যাবে তো?