![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শতাব্দীর পর শতাব্দী অপেক্ষাতে
পড়ে আছি এই শুন্য মরুর প্রান্তরে
মেঘহীন রোদ্দুর ছুঁয়ে যায় আমাকে
অথচ !
তুমি আছো মেঘের ওপারে বসে
আমার থেকে যোজন যোজন দুরে
ইচ্ছে হলেই পারিনা তোমায় ছূঁতে ৷
©somewhere in net ltd.