![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসছে যে মাস ফেব্রুয়ারী
সেজেছে বাংলা একাডেমী
কবিরা ব্যাস্ত কাব্য লিখতে
ছাপাখানা ব্যস্ত বই ছাপাতে
অ'কবি ব্যাস্ত তৈল মাখাতে
আর তেলুকরা তেল মাখতে ৷
কথা বেঁচি আমি এক অ'কবি
বাঙ্গাল হই এলেই ফেব্রুয়ারী
অন্তরে আছে এক দুরভিসন্ধি
এই মাসেই হবো আমি কবি
বিজ্ঞ সাজি অজ্ঞ এ আমি
জ্বী গুরু বলে মুখে ফেনা তুলি ৷
আসছে যে মাস ফেব্রুয়ারী
আমি কিগো ভুলিতে পারি
যাদের বুকে লেগেছিলো গুলি
তাদের স্মরণে ফুল,মালা দিলি
একমাস পর সবই ভুলে গেলি
একি আমরা সেই বাঙ্গালী জাতি ?
সন্তানেরা আজ ইংরেজী ভাষী
পোশাকে আমি বাঙ্গালী সাজি
বুক সেল্ফে সঞ্চিতা - গীতাঞ্জলি
অার আমি শার্লোক হোমস্ পড়ি
একি আমরা সেই বাঙ্গালী জাতি
ভাষার জন্য যারা মরতে পারি ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৮
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: কৃতজ্ঞতা আপনার সুু-পরামর্শের জন্য ধন্যবাদ আপনার ভালো লাগায়
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:১৬
আরেফ বলেছেন: ভাল লিখেছেন, কবি।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪৪
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: আপনার ভালো লাগায় আমি অনুপ্রাণিত আরেফ ভাই
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৭
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন...
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৪২
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ ধ্রুবক আলো
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩৪
কাঠমিস্ত্রি বলেছেন: একটু ব্যতিক্রমী হলে ভালো হতো।কবিতা ভালো লেগেছে।