![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পৃথিবী ভর্তি মানুষ দেখি
আর আমি অধম মনুষত্ব খুঁজি
মানবতা আজ কোথায় তুমি
কোথায় আজ দিয়েছ গা ঢাকা ?
নগর থেকে নগর শুধু অট্টালিকা
সুখ-শান্তি আজ এখানে ধোঁয়াশা
মনের মাঝে আছে হতাশার বাসা
লোকারণ্যে থেকেও সবাই একা ৷
কালে কালে পৃথিবী হয়েছে বুড়া
সমাজে পড়েছে অসংগতির ছায়া
মনুষত্ব রয়ে গেলো সমাজে অধরা
আর বিবেকবানরা হলো দিশেহারা ৷
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪৯
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: দৃষ্টি ভংগী ভালো তাই ভালো লেগেছে
২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:২৮
আলপনা তালুকদার বলেছেন: ভাল লেগেছে।
লোকারণ্যে, পড়েছে - বানান দু'টো ঠিক করবেন প্লিজ।
ভাল থাকবেন।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩০
প্রাইমারি স্কুল বলেছেন: ভালো লিখেছেন - মনুষত্ব রয়ে গেলো সমাজে অধরা
আর বিবেকবানরা হলো দিশেহারা
৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৩
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: সুন্দর মনে সুন্দর দৃষ্টিতে পড়েছেন তাই সুন্দর লেগেছে
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৪৬
ধ্রুবক আলো বলেছেন: বাহ্! বেশ ভালো লিখেছেন+++ খুব ভালো লাগলো
মনুষত্ব খোজা অধমের কিছু না!
শুভ কামনা