![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উঠো হে নারী
বিশ্ব তোমাদের হাতছানি দিয়ে ডাকছে ,
যে বিশ্বসংসার এতকাল ধরে
রেখেছিলো অন্ধকারের অতল গহ্বরে ,
তোমরী নারী অসহায় মূল্যহীন ভেবে ,
সে বিশ্ব আজ তোমাকে ডাকছে ৷
এসেছে সময় গর্জে ওঠার
অধিকার ছিনিয়ে নেয়ার
তুমিহীনা অসহায় এ বিশ্বসংসার
এই পুরুষ শোষিত সমাজকে বুঝিয়ে দেয়ার ৷
থেকোনাকো আর বসে ঘরের কোণে
আরমোরা ভেঙে চলে এসো পথে
তোমার হিস্যা বুঝে নেয়ার সময় এসেছে ৷
আজ যে বিশ্বসংসার তোমরাও তার দাবিদার
পুরুষ হেরেছে তো তোমরা নিয়েছ কাঁধে ভার
সুন্দর করে সাজানোর জন্য এ বিশ্বসংসার ৷
উঠ হে নারী
সরিয়ে দেখো জানালার কাঁচখানি
ওপারে নতুন সূর্যের ঝলকানি
ডাকছে তোমায় পথে নামো এখনি ,
নিভে যাওয়ার আগে সূর্যের ঝলকানি
বুঝিয়ে দাও তোমারাও মানুষ
নারী মানে নয় ভিখারিনী ৷উঠো হে নারী
বিশ্ব তোমাদের হাতছানি দিয়ে ডাকছে ,
যে বিশ্বসংসার এতকাল ধরে
রেখেছিলো অন্ধকারের অতল গহ্বরে ,
তোমরী নারী অসহায় মূল্যহীন ভেবে ,
সে বিশ্ব আজ তোমাকে ডাকছে ৷
এসেছে সময় গর্জে ওঠার
অধিকার ছিনিয়ে নেয়ার
তুমিহীনা অসহায় এ বিশ্বসংসার
এই পুরুষ শোষিত সমাজকে বুঝিয়ে দেয়ার ৷
থেকোনাকো আর বসে ঘরের কোণে
আরমোরা ভেঙে চলে এসো পথে
তোমার হিস্যা বুঝে নেয়ার সময় এসেছে ৷
আজ যে বিশ্বসংসার তোমরাও তার দাবিদার
পুরুষ হেরেছে তো তোমরা নিয়েছ কাঁধে ভার
সুন্দর করে সাজানোর জন্য এ বিশ্বসংসার ৷
উঠ হে নারী
সরিয়ে দেখো জানালার কাঁচখানি
ওপারে নতুন সূর্যের ঝলকানি
ডাকছে তোমায় পথে নামো এখনি ,
নিভে যাওয়ার আগে সূর্যের ঝলকানি
বুঝিয়ে দাও তোমারাও মানুষ
নারী মানে নয় ভিখারিনী ৷
২| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ২:২৭
কানিজ রিনা বলেছেন: জাগোনারীজাগোবহ্নিশিখা।
৩| ০৮ ই মার্চ, ২০১৭ রাত ২:৩২
কানিজ রিনা বলেছেন: কেতুমিনারীআমিপুরুষওতাহলেআমরাশুধুইমানুষ।
©somewhere in net ltd.
১|
০৮ ই মার্চ, ২০১৭ রাত ২:০৫
চাঁদগাজী বলেছেন:
আপনি কি বেগম রোকেয়া, আমাদের কি হবে?