![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা উন্নত শির তাই আজো খুঁজে ফিরি
বৃটিশ গিয়েছে তবু তার ছায়া আজো দেখি
তাই একটা শিকল ভাংগার গান খুঁজি
যেনো অত্যাচারের প্রাচীর ভাংতে পারি ৷
একটা উন্নত শির তাই আজো খুঁজে ফিরি
যে পায়ে দলে যাবে নিয়ম কানুন শৃঙ্খল
মানবেনা কো আইন হবে অনিয়ম উশৃঙ্খল
হবে ধুর্ঝটি অকাল বৈশাখীর এলোকেশী ঝড় ৷
একটা উন্নত শীর তাই আজো খুঁজে ফিরি
দোযখের আগুনে বসে হাসবে পুষ্পের হাসি
অত্যাচারীর খড়্গ-কৃপান কাঁপবে দেখে সে হাসি
নতজানু হয়ে বলবে তুমিই চির উন্নত শির ৷
২| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:০০
ধ্রুবক আলো বলেছেন: সত্যি একটা উন্নত শির তাই আজো খুঁজে ফিরি । এখন দেশে একটা উন্নত শির জরুরী।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৭ রাত ১২:৫০
কানিজ রিনা বলেছেন: সত্যি এমন উন্নত শীর কি আর একটা জনম
নেমে।
আজ শুধুই মনে মনে ভেবেছি একজন
নজরুল যদি আবার জম্ম নিতো।
হৃদয় স্পর্শ করে গেল আপনার লেখা।
ধন্যবাদ।