![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের এই অসংগতির সাথে
ছুটে চলেছি আদিম কাল থেকে ,
সিন্ধু যুগ পেরিয়ে আজ বর্তমানে
তবুও অসংগতি ভরা এ সমাজে ৷
বিবেক মনুষ্যত্ব সব হারিয়ে যাচ্ছে
আর হাহাকার সবেতে পুর্ণতা পাচ্ছে,
কেউবা উঁচু অট্টালিকায় বাস করে
কেউ ফুটপাতেও জায়গা খোঁজে ৷
স্বল্প বসনে ওরা অত্যাধুনিক হয়েছে
কেউ জোড়াতালিতে শরীর ঢাঁকছে ,
ডাস্টবিনে কেউ আহার খুঁজে মরছে
কেউ ভাব দেখিয়ে অন্ন ফেলে দিচ্ছে ৷
সতীত্ব বিক্রি করে অন্ন যোগান দিচ্ছে
কেউ শখের বসে সবই বিকিয়ে দিচ্ছে ৷
হা!!!আমরা নাকি সভ্য আজ সমাজে
কতো রুপ আজ অসংগতির সমাজে
দেখি সব চোখ মেলে বলতে মানা মুখে ৷
২| ১৭ ই জুন, ২০১৭ রাত ১২:১৭
শূন্যনীড় বলেছেন: সুন্দর বলেছেন কবিতায়। +++++
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৭ রাত ১২:০৭
হ্যািপ ভুঁইয়া বলেছেন: নিরমম হলেও সত্য।