![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি আবার একটা যুদ্ধে যাবো
তোমরা যদি যেতে চাও তবে চলো
যে যুদ্ধ হবে শুধুই মানুষের জন্য
যে যুদ্ধ হবে শুধুই মনুষ্যত্বের জন্য ৷
আমি আবার একটা যুদ্ধে যাবো
ধর্ম অধর্মের শেকল ভাঙার যুদ্ধ
আর মানবধর্মের জয়গান গাইবো
তোমরা যদি যেতে চাও তবে চলো ৷
আমি আবার একটা যুদ্ধে যাবো
সে যুদ্ধে জয়ী হবে মানুষ,মনুষ্যত্ব
থাকবেনা ধর্ম আর জাতের দ্বন্দ
যাবে কি বন্ধু? তবে হাতটা ধরো ৷
আমি আবার একটা যুদ্ধে যাবো
যুদ্ধে থাকবেনা কোন আগ্নেয়াস্ত্র
থাকবে শুধু ভালোবাসার মন-মন্ত্র
এমন কেউ কি আছো? তবে চলো ৷
আমি আবার একটা যুদ্ধে যাবো
সব ছেড়ে ছুড়ে সবাই চলে এসো
একটাই পৃথিবী আমরা গড়বো
আর যার হবে একটাই মানচিত্র ৷
২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১:৪৯
ধ্রুবক আলো বলেছেন: ভালো লিখেছেন।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ১২:১০
তারিফুল বলেছেন: এক দেশ এক মানচিত্র হওয়া কি সম্ভব??