![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই যে শুনছেন?
হ্যাঁ হ্যাঁ এই যে এইদিকে দেখেন ?
আমি বানভাসী বলছি ,
আপনিতো খাচ্ছেন পোলাও বিরিয়ানী
আর আমি বানের জলে ভেসে বেড়াচ্ছি ,
আমি খাচ্ছি শুকনো খিচুরী নয়তো মুড়ি
তাও আবার পানি সাঁতরে গিয়ে নিচ্ছি
সেখানেও দেখাতে হচ্ছে পেশী শক্তি ৷
এই যে শুনছেন ?
আমি বানভাসী বলছি ,
আমি ক্ষুধার্ত এখানে পরে আছি ,
আর আপনারা !
ফেসবুক,টুইটারে করছেন কতো আহাজারী
আমি বানের জলে সব হারিয়ে কেঁদে মরছি ৷
আর আপনারা !
এইটুকু খিচুরী দিয়ে করছেন সেলফি বাজী ৷
এই যে শুনছেন ?
আমি বানভাসী বলছি,
দয়া করে আপনার স্মার্টফোনটা প্লিজ রাখেন
আর আমাদের দিকে মনযোগ দিয়ে দেখেন ,
আমরা জানি আমাদের সহযোগীতা করছেন
কিন্তু তার বেশি নিজের ঢোলটা পেটাচ্ছেন ৷
২| ১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:১৬
এম এ কাশেম বলেছেন: দয়া করে আপনার স্মার্টফোনটা প্লিজ রাখেন
আর আমাদের দিকে মনযোগ দিয়ে দেখেন ,
আমরা জানি আমাদের সহযোগীতা করছেন
কিন্তু তার বেশি নিজের ঢোলটা পেটাচ্ছেন ৷.............. কলির যুগে নিজের ঢোল নিজে পিটাতে হয়রে ভাই।
তাছাড়া বন্ধুর দানে ভাসছে দেশ - না পারে কইতে , না পারে সইতে।
কবিতা নয় - সত্য কথন।
শুভ কামনা।
৩| ১৮ ই আগস্ট, ২০১৭ ভোর ৪:৪৫
শুভ্র বিকেল বলেছেন: আমাদের সবার উচিত বানভাসি মানুষের পাশে দাড়ান। অনেক অনেক ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।
৪| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৫১
নিরাপদ দেশ চাই বলেছেন: বন্যাতো ফেসবুকের সৃষ্টি। এইসব গুজব নিয়া মাথা ঘামানোর সময় আমাদের নাই। মেয়র সাহেব অসুস্থ, লন্ডনের সেরা হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসার প্রতি ঘন্টার আপডেট দিতে ব্যস্ত গনমাধ্যম। দেশবাসীর সেটাই একমাত্র চিন্তার বিষয়।
৫| ১৮ ই আগস্ট, ২০১৭ সকাল ৯:৩০
মোঃ মঈনুদ্দিন বলেছেন: বানভাসি আর বন্যাকবলিত এলাকার মানুষের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত। মিডিয়া আর সেলফিবাজরা আছে তাঁদের কীর্তি প্রদর্শনে কিন্তু সত্যিকার সাহায্য কারো কাছ থেকেই যথাযথভাবে পাচ্ছেনা। বন্যা হলে যাদের উপকার তারা তক্কে তক্কেই আছে। তাঁদের গোলা পুরানোতেই ব্যস্ত। ভাই, কীইইবা করতে পারি শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া? আল্লাহ্ আমাদের এদেশকে এবং বানভাসি সকলকে হিফাজত দিন আর শীঘ্রি এই বিপদ থেকে উদ্ধার করুন। আমিন। আপনার সংবেদনশীল পোস্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৭ রাত ৩:১০
মিঃ আতিক বলেছেন: প্রচারে প্রসার।