![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশেষে আজ প্রস্তুত আমি
সৃষ্টিকর্তা যমদূত পাঠাও তুমি
অধীর আগ্রহ নিয়ে বসে আছি
ছাড়তে চাই আজ আবাস ভূমি ৷
অবশেষে আজ প্রস্তুত আমি
সকল দেনা পাওনাই চুকিয়েছি
শুধু তোমার কাছে আছে বাঁকি
সৃষ্টিকর্তা যমদূত পাঠাও তুমি ৷
আজকে ক্লান্ত শ্রান্ত এই আমি
যমদূত মৃত্যু সুধা আনো তুমি
পান করবো আমি দেখবে তুমি
এটা নয়কো আমার পাগলামী ৷
যমদূত দেরি করছো কেনো তুমি
শ্বেতবস্ত্র হাতে নিয়ে বসে আছি
যমদূত তুমি চলে আসো এক্ষুনি
অবশেষে আজ প্রস্তুত আমি ৷
২| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬
রাজীব নুর বলেছেন: মোট ছয় বার 'তুমি' এবং চার বার আমি।
৩| ২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৪
কানিজ রিনা বলেছেন: যমদূত প্রয়োজন নাই শুধু বলবেন হও।
আদেশ করিবা মাত্র যাব চলিয়া। ধন্যবাদ।
৪| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কত কিছু কাজ িএখনো বাকি । সেগুলো সেড়ে নেন
৫| ২২ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর ধন্যবাদ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: ধন্যবাদ প্রিয় আপনার ভালোলাগায় আমি অনুপ্রাণিত
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৬
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: জ্বী
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।