![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে ছাড়া যখন ভালো থাকতে চাও
তবে তাই হোক , যেখানে ইচ্ছা চলে যাও ,
সঞ্চিত স্মৃতিগুলো সব এখানে রেখে যাও
ভালোবাসাবাসির ক্ষণগুলোও ভুলে যাও ৷
যেখানে ইচ্ছা তুমি যাও,তবু ভালো থেকো
এই বুকে মাথা রাখার স্মৃতিও রেখে যেও ,
রেখে যেও প্রণয়ের আবেগী চুম্বনগুলোও
আমার স্পর্শ ! সেটাও না হয় ভুলেই যেও ৷
মুক্তি দিলাম তোমাকে,যেখানে ইচ্ছা যাও
পুরোনো স্মৃতির জঞ্জালগুলো ফেলে যাও
নতুন স্বপ্নে,নতুন গল্পে নব জীবন সাজাও
পিছু ফিরে না তাকিয়ে সামনে পা বাড়াও ৷
তবে তাই হোক তোমার স্বপ্ন পূর্ণতা পাক
আমার স্বপ্নগুলো না হয় দুঃস্বপ্ন হয়ে থাক ,
আমি না হয় হয়েই থাকলাম তীর্থের কাক
তোমার ভালোবাসায় কেউতো সিক্ত থাক ৷
আমাকে ছাড়াই কি ভালো থাকতে চাও ?
ভেবে দেখো ! যদি পারো তবে চলে যাও ,
কোন বাধাতেই বাঁধবোনা তোমাকে যাও
বিরহের শয্যায় হৃদয় পরে থাক তুমি যাও ৷
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১০:৪৩
ওমেরা বলেছেন: ভাল করেছেন জোর করে ধরে রাখা যায় না ।