![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা
প্রিয় পতাকা আর প্রিয় স্বাধীনতা ,
চার লক্ষ মা,বোন হলো সম্ভ্রমহারা
তবুও ছিনিয়ে নিয়েছি মানচিত্রটা ৷
আফসোস আজ সতের কোটি জনতা
তবু রক্ষা করতে পারিনা স্বাধীনতা ,
মানুষরুপী কিছু শেয়াল শকুনেরা
খামচে ধরছে এ জাতির অগ্রযাত্রা ৷
আজও আমরা সতের কোটি জনতা
অনবরত খেয়ে যাচ্ছি ভ্যাবাচ্যাকা ,
প্রশ্নবিদ্ধ আজ ইতিহাসের সত্যতা
কে ঘোষক ? শেখ মুজিব না জিয়া ?
লাল সবুজের নিশান প্রিয় পতাকা
আদৌও কি সে পেয়েছে স্বাধীনতা ?
আজও এ মানচিত্রে শকুনের ছায়া
জাগো বাঙালী মুক্ত করো মানচিত্র ৷
জাগো বাঙ্গালী আজ দেখাও ক্ষমতা
রক্ষা করো প্রিয় পতাকার স্বাধীনতা ,
ত্রিশ লক্ষ শহীদের রক্তও দেবেই সাথ
সতের কোটি জনতা রাখলে হাতে হাত ৷
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৪
টেকনাফ টু তেতুলিয়া বলেছেন: অসাধারণ লিখেছেন
৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০০
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: জ্বী জনাব
৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:০১
কাজী জুবেরী মোস্তাক বলেছেন: নিজের সংশোধন ছাড়া স্বাধীনতা মূল্যহীন
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৫৭
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: মানচিত্রের স্বাধীনতা চাইলে আগে নিজেদের সংশোধন করতে হবে।দুর্নীতি আর দুরাচার কমাতে হবে।
হ্যা মানচিত্রের স্বাধীনতা চাই।